সদ্য মা হওয়া দেবিনা কোলে মেয়েকে নিয়ে গাইছেন ‘এ মন ব্যাকুল যখন তখন’, বলি অভিনেত্রীর মুখে বাংলা গান শুনে আপ্লুত নেটপাড়া

শুধু মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। কন্যাসন্তান এসেছে নায়িকার কোল আলো করে। অনেক বছরের অপেক্ষার পর মাতৃত্বের সুখ উপভোগ করছেন দেবিনা। তাই সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ভোলেননি তিনি। অন্তঃসত্বা হবার মুহূর্ত থেকে সন্তান জন্মদানের মুহূর্ত পর্যন্ত তিনি পোস্ট করে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

সেইসঙ্গে পাশে ছিলেন স্বামী গুরমিত চৌধুরী। এই তারকা দম্পতি এমনিতেই জনপ্রিয়। বর্তমানে আবার সন্তানের কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন দুজনেই।

বিশেষ কারণে ভাইরাল হলেন নায়িকা। সন্তানকে ঘুম পাড়াচ্ছে তিনি। আর ঘুম পাড়ানোর সময়ে বাংলা গান গাইছেন বাঙালি কন্যা। দেবনার কণ্ঠ শোনা গেল বিখ্যাত বাংলা গান এ মন ব্যাকুল যখন তখন। সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নায়িকার পরনে সাদা ফ্রক। সন্তানকে কোলে নিয়ে মিষ্টি সুরে গাইছেন ঘুম পাড়ানোর গান।

 

View this post on Instagram

 

A post shared by Debina Bonnerjee (@debinabon)

আপ্লুত নেট দুনিয়া। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে লিখলেন এক বাঙালি মা বাংলা ঘুম পাড়ানি গান গাইছে। সেইসঙ্গে এখন তিনি মাতৃভাষাকে আরো ভালভাবে উপলব্ধি করতে পারছেন সেটাও লিখেছেন।

দেবিনা যখন অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কারণ বেশ কয়েক বছর ধরে চেষ্টা করার পরেও মা হতে পারেননি তিনি।

সন্তানের জন্মদানের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চিন্তা বাড়ছিল এই দম্পতির। সব দুশ্চিন্তার শেষ হয়েছে গত ৩ তারিখ।

Back to top button