একদিকে শুভ-আদৃতের পুনর্মিলনে চোখে জল, অন্যদিকে মোহনা-আকাশের অসম্পূর্ণ ভালোবাসা আর আত্মত্যাগ! “গৃহপ্রবেশ”-এ মোহনা-আকাশ কি এবার খলচরিত্রে পরিনত হবে?

স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) এ আদৃত ফিরে এসেছে শুভর ভালোবাসার জোরে। শুভর চোখে জল, হৃদয়ে ঝড়, কিন্তু এই পুনর্মিলনের মুহূর্তে দর্শকদের মন ভাঙছে মোহনা আর আকাশের জন্য। একদিকে আদৃত হাত ধরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মোহনার ভালোবাসায়, আরেকদিকে আদৃতকে হারিয়ে জীবনে নেমে এসেছিল অন্ধকার, সেই শুভ এবার ফিরে পেতে চলেছে তার “আদি”কে। তবে এই ফেরার গল্পে কোথায় হারিয়ে যাবে সেই দুই মানুষ, যাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ?

মোহনার কোলে মাথা রেখে নতুন জীবন ফিরে পেয়েছিল আদৃত, আর এই সময়েই শুভর জীবনে দেবদূতের মত হাত বাড়িয়ে দিয়েছিল আকাশ। কেশবের দায়িত্ব আর ব্যবসার চাপের মাঝে শুভকে আগলে রেখেছিল যে মানুষটা, সেই আকাশ প্রথম দিন থেকেই চোখে চোখ রেখেই বুঝেছিল—এই মেয়েটাই তার “সাত জন্মের স্বপ্ন”। কিন্তু এখন, সেই স্বপ্নের বিয়ে আসরে হাজির আদৃত! আর এক লহমায় সব হিসেব ওলটপালট। চারটে মানুষের সম্পর্কের জট আরো বেশি পাকিয়ে গেল এই ঘটনায়।

গৃহপ্রবেশ, Grihoprobesh, স্টার জলসা, star jalsha

এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছেন, “মোহনা কি এবার হয়ে যাবে খলনায়িকা? যার সান্নিধ্যে আদৃত ফিরে পেয়েছে স্মৃতি, সেই মোহনার কি এখন আর কোনও মূল্য নেই? আর আকাশ? যে মানুষটা নিজের ভালোবাসাকে নিয়ে একটা নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছিল, তার ভাগ্যে কি তবে শুধু ত্যাগই লেখা আছে?” শুভ আদৃতের পুনর্মিলন কে নিয়ে আসতে চলেছে নতুন কোনো ঝড়? এই মিলন কি আদেও সুখের হবে, নাকি সন্দেহ তাদের সম্পর্কে আবার দেওয়াল হয়ে দাঁড়াবে?

আরও পড়ুনঃ স্বর্ণেন্দু-শ্রুতি’র সংসারে এসেছে নতুন সদস্য! বিয়ের দু’বছরের মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী!

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে যেভাবে সম্পর্কের রসায়ন বদলাচ্ছে, তাতে দর্শকদের আবেগ তুঙ্গে। কেউ বলছেন—আদি-শুভ ছাড়া কিছুই মানা যাবে না, আবার অনেকেই বলছেন—আকাশ-মোহনার জন্যও একটা জায়গা হোক গল্পে। এক কথায় শুভ আদৃতের পুনর্মিলনে দর্শকমহল যেমন খুশি তেমনি দুঃখে ডুবেছে মোহনা ও আকাশের ভবিষ্যৎ ও ভালোবাসা নিয়ে। এই দ্বন্দ্ব, এই টানাপোড়েনেই জমে উঠছে ধারাবাহিক। তবে আদেও এরা খল চরিত্রের পরিণত হচ্ছে কিনা, নাকি বিদায় নিচ্ছে চিরতরে তা বলবে সময়!