“মনটা খুব খারাপ, আরও কিছু দেওয়ার ছিল” — হঠাৎ শেষ ‘বুলেট সরোজিনী’, অভিনেত্রী দিয়া জানালেন ধারাবাহিকের না বলা গল্প!

“চরিত্রটা নিজের মতো করে গড়ছিলাম…” — মাঝপথেই শেষ সফর, আক্ষেপ নিয়ে জানালেন ধারাবাহিকের না বলা গল্প!

টেলিভিশনের জগতে প্রতিদিনই আসছে নতুন গল্প, নতুন চরিত্র। তবে খুব কম সিরিয়ালই অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে দাগ কাটতে পারে। স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ ছিল তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগ। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করা এক সাহসিনী কাহিনি ঘিরে তৈরি হয়েছিল এই সিরিয়াল। কিন্তু শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই হঠাৎ শেষ হয়ে গেল এই যাত্রা।

ধারাবাহিকটির আকস্মিক শেষের পরপরই সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিনেত্রী দিয়া বসু। তাঁর কণ্ঠে ছিল অসন্তোষ আর অসমাপ্ততার হতাশা। তিনি বলেন, “মনটা খুব খারাপ। এত তাড়াতাড়ি বিদায় নেব ভাবিনি। দর্শকদের আরও অনেক কিছু দেওয়ার ছিল, চরিত্রটা নিজের মতো করে গড়ে তুলছিলাম, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।”

তাঁর কথা থেকেই স্পষ্ট, চরিত্রের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়েছিলেন তিনি। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকের স্থায়ীত্ব অনেকাংশেই নির্ভর করে টিআরপি (TRP)-র উপর। ধারাবাহিকটি শুরু হওয়ার সময় দর্শকদের কৌতূহল থাকলেও, সময়ের সঙ্গে সেই আগ্রহ ধরে রাখা সম্ভব হয়নি।

একটি সূত্র অনুসারে, ধারাবাহিকটি চ্যানেলের প্রত্যাশিত রেটিং পূরণ করতে পারেনি। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, এই স্লটে নতুন ধারাবাহিক আনার। দর্শকেরা যদিও মনে করছেন, আরও সময় দিলে সিরিয়ালটি জমে উঠত।

আরও পড়ুনঃ দিতিপ্রিয়া-জীতুর ব্যক্তিগত কথোপকথন ফাঁস, এমনকি অভিনেত্রীর ফোন নম্বর পর্যন্ত ফাঁস করলেন সহ-অভিনেতা! বিতর্কের জেরেই চ্যানেল কর্তৃপক্ষের বড় সিদ্ধান্ত, সাত দিনের মধ্যেই বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর শ্যুটিং!

নিজের চরিত্র ‘সরোজিনী’-কে এখনও মিস করেন দিয়া। তাঁর মতে, “এই চরিত্রটা এক্সপ্লোর করার অনেক দিক ছিল। পরিচালকরা এবং টিম খুব ভালো কাজ করছিল। একটু সময় পেলেই হয়তো অন্যরকম কিছু হতে পারত।”_ তবে এই পরাজয়কে থেমে যাওয়া বলে মনে করেন না অভিনেত্রী। তিনি ইতিমধ্যেই নতুন কিছু কাজ নিয়ে ভাবছেন। তাঁর আশ্বাস, খুব শিগগিরই আবার দর্শকদের সামনে নতুন রূপে ফিরবেন তিনি।

You cannot copy content of this page