আসন্ন নতুন ধারাবাহিকে তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলতে চলছে! নাম শুনলে বিস্মিত হবেন

বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।

জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। ইতিমধ্যে স্টার তুঁতে ও সন্ধ্যাতারা ধারাবাহিক দুটি নিয়ে এসেছে। এবার শোনা যাচ্ছে, জি, স্টার, সান বাংলায় পাল্লা দিয়ে আসছে আরও কিছু নামকরা প্রোডাকশনের তরফে ধারাবাহিক।

আসন্ন তিনটি ধারাবাহিক

শোনা যাচ্ছিল, এবার আরও তিনটি প্রোডাকশন হাউসের তরফে আসছে নতুন নতুন ধারাবাহিক। শোনা গেল পরপর তিনটি ধারাবাহিক আসছে সান বাংলায়। চলতি মাসেই এই তিনটি ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে। প্রথম শুটিং শুরু হচ্ছে সুরিন্দর ফিল্মসের ‘শ্যামা’ সিরিয়ালের, তারপর শুরু হচ্ছে ম্যাজিক মোমেন্টেসের নতুন সিরিয়ালের। আর তারপর শুরু হবে ক্রিস্টাল প্রোডাকশনের সিরিয়ালের। এই তিনটে নতুন সিরিয়াল আসছে সান বাংলা চ্যানেলে।

কোন কোন তারকা থাকছেন নতুন ধারাবাহিকে

আগেও জানা গিয়েছিল, একটি বড় প্রোডাকশনের হাত ধরে ফিরছেন হানি বাফানা। সান বাংলার নতুন সিরিয়াল ‘শ্যামা’তে মুখ্য চরিত্রে দেখা যাবে নায়ককে। হানির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে। তাঁকে এর আগেও বেশ কিছু ধারাবাহিকে দেখেছেন দর্শক। টুম্পার ঝুলিতে রয়েছে ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল।

শোনা যাচ্ছে, হানি বাফনার মায়ের চরিত্রে দেখা যাবে সুচিস্মিতা চৌধুরীকে। তিনি থাকবেন একটি নেগেটিভ চরিত্রে। বাবার চরিত্রে দেখা যাবে ভরত কলকে। হানির দাদুর চরিত্রে দেখা যাবে bishjit চক্রবর্তীকে। ঠাকুমার চরিত্রে দেখা যাবে অনুরাধা রায়কে, পজেটিভ চরিত্রে। টুম্পার মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমী সাহাকে, পজেটিভ চরিত্রে। বাবার চরিত্রে দেখা যাবে বোধিসত্ত্ব মজুমদারকে। ৫ই অগাস্ট থেকে ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে।

Back to top button