Jalsha Paribar Award: জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডকে টক্কর দেবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড! বিজয়ী কারা? দেখে নিন তালিকা

জীবনের অপর নাম এখন বাংলা ধারাবাহিক।
আর এই কথা সার্থকও বটে। বাঙালি মা- কাকিমাদের সন্ধ্যে জমিয়ে দিতে এই ধারাবাহিকগুলি(Serials) অব্যর্থ, তাঁদের একঘেয়ে সন্ধ্যেগুলো রাঙিয়ে দিয়ে যায় যে ধারাবাহিকগুলো তা জীবন বদলের নামান্তরই বটে।
Fan Prediction

আর প্রতিবছরের ন্যায় এই বছরও আয়োজিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। দর্শকদের মনোরঞ্জনে কোনও খামতি রাখেনা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি! এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ীর সম্মান! চলতি বছরেও আয়োজিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।
Fan Prediction

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে বর্তমান এবং অতীতের বিভিন্ন তারকার সমাগম হয়! এবারেও সেই ধারাবাহিকতাতেই শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। এখানে ভোটের মাধ্যমে নিজেদের প্রিয় নায়ক, নায়িকা, ধারাবাহিককে ভোট দিয়ে এই মঞ্চে বিজয়ী হিসেবে দেখতে পারেন দর্শকরা। অনেকেই চান তাঁদের প্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকারাই যেন এই শ্রেষ্ঠ সম্মান হাতে তুলে নেন। সেরা বর, সেরা স্ত্রী, সেরা পরিবারের মতো ক্যাটাগরিতে লড়াই হয় একটি ধারাবাহিকের সঙ্গে অন্য ধারাবাহিকের। আর শ্রেষ্ঠ সম্মানের এই লড়াইয়ে এবার বিজয়ীদের নাম ঘোষণা করলেন এক ভক্ত!
Fan Prediction

সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “SJPA2023 নিয়ে আমার
প্রেডিকশন

প্রিয় মা – দীপা ( অনুরাগের ছোঁয়া), বিথি (মেয়েবেলা)

প্রিয় বোন – অঙ্কিতা ( এক্কা দোক্কা), বনি ( গাঁটছড়া)

প্রিয় মেয়ে – রাধিকা ( এক্কা দোক্কা ), সোনা রূপা ( অনুরাগের ছোঁয়া)

প্রিয় বাবা – সুর্য ( অনুরাগের ছোঁয়া)

প্রিয় মিষ্টি সম্পর্ক ইন্দিরা ও কাম্মা ( বাংলা মিডিয়াম)

স্টাইল আইকন মহিলা – ঝোড়া (বালিঝড়), ঈশা (গাঁটছড়া)

স্টাইল আইকন পুরুষ – বিক্রম (বাংলা মিডিয়াম), কিঞ্জল (পঞ্চমী)

প্রিয় ছেলে – পোখরাজ ( এক্কা দোক্কা), শঙ্কর (হরোগৌরি পাইস হোটেল)

প্রিয় শ্বাশুড়ি – লাবন্য ( অনুরাগের ছোঁয়া), ঐশানির শ্বাশুরি ( হরোগৌরি পাইস হোটেল)

প্রিয় বউমা – দীপা ( অনুরাগের ছোঁয়া) মৌ ( মেয়েবেলা)

প্রিয় ছোট সদস্য – সোনা রূপা ( অনুরাগের ছোঁয়া)

প্রিয় দাদা – ঋদ্ধি (গাঁটছড়া), বিক্রম ( বাংলা মিডিয়াম

প্রিয় ভাই – কুণাল (গাঁটছড়া) পোখরাজের ভাই ( এক্কা দোক্কা)

প্রিয় জা – গুড্ডি (গুড্ডি), ফড়িং ( আলতা ফড়িং)

আগামী দিনের স্টার – রাধিকা ( এক্কা দোক্কা)

নতুন সদস্য মহিলা – পঞ্চমী ( পঞ্চমী) ঐশানি ( হরোগৌরি পাইস হোটেল)

নতুন সদস্য পুরুষ – ডোডো (মেয়েবেলা)

প্রিয় দেওর – জয় ( অনুরাগের ছোঁয়া)

প্রিয় বৌদি – নোলোক – ( গোধূলি আলাপ)

প্রিয় দম্পতি – অনিলোক ( গোধূলি আলাপ)

প্রিয় দমদার সদস্য – দ্যুতি ( গাঁটছড়া)

প্রিয় খলনায়ক – রাহুল ( গাঁটছড়া) অভ্র ( আলতা ফড়িং)

প্রিয় খলনায়িকা – মিশকা ( অনুরাগের ছোঁয়া)
চিত্রা ( পঞ্চমী)

চলো পাল্টাই – মেয়েবেলা

হল অফ ফেম – মন ফাগুন

পপুলার চয়েসে ( এটা আমি ব্যাক্তিগত ভাবে বলছি)

প্রিয় বর – ঋদ্ধি ( গাঁটছড়া)

প্রিয় বউ – খড়ি ( গাঁটছড়া)

প্রিয় জুটি – খড়িদ্ধি ( গাঁটছড়া)

প্রিয় পরিবার – অনুরাগের ছোঁয়া

You cannot copy content of this page