‘গৃহপ্রবেশ’এ স্মৃতি ফিরছে আদৃতের! শুভকে কি চিনে ফেলল আদৃত? বিয়ের সাজে শুভ, মন পড়ে আছে আদৃতের জন্য! জিনিয়ার চক্রান্তে বিধ্বস্ত সুমিত, এবার কি মোহনা জানবে আসল সত্যি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) -এ এবার বিয়ের পিঁড়িতে শুভ এবং আকাশ। অতীত পেছনে ফেলে কেশবের প্রতি আকাশের মমতাকে বাবার পরিচয় দিয়ে শুভ এক নতুন অধ্যায় শুরু করতে চাইছে। পরিবার চায় বিয়েটা হোক নিউইয়র্ক নয়, পুরনো শহর নদীয়াতেই—যেখানে একসময় শুভ-আদৃতের প্রেম ফুটেছিল। সেই স্মৃতিমাখা শহরেই আবার বসেছে বিয়ের আসর, তবে শুভর মনে এখনও রয়ে গেছে এক দ্বন্দ্ব। তবে কি এভাবেই আলাদা হবে শুভ ও আদৃত?

গৃহপ্রবেশের আজকের পর্বে শুরুতেই দেখা যায় ইতিমধ্যেই আশীর্বাদ শেষ হয়েছে শুভ আর আকাশের। আদৃতের কথা মনে পড়ায়, সেবন্তী আর নিজেকে আটকে রাখতে পারেনা নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। সেই সময় উপস্থিত হয় শুভ। সেবন্তী দুঃখ প্রকাশ করে বলে এইবার শুভ বিয়ে করে চলে যাচ্ছে অন্য বাড়িতে, সে কি নিয়ে বাঁচবে? শুভ জানিয়ে দেয় সে এই বিয়েটা করতে চায় না। কেশব আর সে এই বাড়িতেই থাকবে সবার সাথেই থাকবে। কিন্তু সেবন্তী এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে শুভকে বলে, “আগেও আমি অনেকবার তোর সম্পর্ক ভাঙতে চেয়েছি।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

তার ফল হিসাবে আমার ছেলেকে হারিয়েছি। এইবার আমি চাইনা কোনভাবেই তোর কেশবের ক্ষতি হোক। যতই হোক কে সব আমার আদির শেষ স্মৃতি।” এত করে বোঝানোর পর শুভ অবশেষে বিয়েটা করতে রাজি হয়। এরপর তারা নিচে চলে আসে, যেখানে মূল অনুষ্ঠানটি হচ্ছিল আংটি বদলের। রঞ্জিনী, পূরবী সবাই মিলে সেবন্তীকে বোঝাতে থাকে। রঞ্জিনী বলে, তার কাছে এই সিদ্ধান্ত অনেক কঠিন হলেও শুভ এত কম বয়সে নিজের স্বামীকে হারিয়ে নিজের সন্তানকে পিতৃপরিচয় ছাড়া কখনোই বড় করতে পারবে না।

তাই শুভ আর আকাশের বিয়েটা হওয়া খুব প্রয়োজন। অন্যদিকে দেখা যায় সুমিত মন মরা হয়ে এক কোনায় বসে আছে, নিজের ষড়যন্ত্রের দিকে একধাপ এগিয়ে যায় জিনিয়া। সেই সুমিতকে গিয়ে বলে যে কতদিন তুলির কথা ভেবে নিজেকে কষ্ট দেবে? আর মনে মনে ভাবে এইবার আস্তে আস্তে তুলির স্মৃতিটা সুমিতের মন থেকে মুছে ফেলতেই হবে এই বাড়িতে পাকাপাকি জায়গা করতে গেলে।অন্যদিকে জোর কদমে বিয়ের অনুষ্ঠান চলতে থাকে, আকাশের মাকে মোহনার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন আয়ানের (আদৃত) ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে।

মোহনা ডাক্তার দেখিয়েই চলে আসবে। এরপর দেখা যায় আদৃত মোহনাকে অনুষ্ঠানে চলে যেতে বলে সে জানায় সে একা ডাক্তারের কাছে চলে যাবে মোহনা এটি আপত্তি জানালেও শেষমেষ আদৃত তাকে রাজি করিয়ে নেয়। মোহনা লক্ষ্য করে আদৃত একটা মেয়ের চোখ আঁকছে। মুহূর্তেই মোহনার মনে আবারো সংখ্যা জাগে তবে কি আদৃতের অতীতে কোন নারীর অস্তিত্ব রয়েছে সে কি সত্যিই বিবাহিত? ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্ত আঁকা ছবি ও অভিজ্ঞতা জানাতে ডাক্তার নিশ্চিত হয়ে আদৃত কে বলে সে নিঃসন্দেহে নিউইয়র্কেরই বাসিন্দা।

আর যে মহিলার কথা সে বারবার বলছে হতে পারে সে তার অতীতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর দেখা যায় মোহনায় অনুষ্ঠানে এসে যোগ দিয়েছে নাচে গানে মেতে উঠেছে সবাই। কিন্তু শুভ ভেতরে ভেতরে কেঁদেই চলেছে আদৃত এর জন্য।সে নিজের মনকে বোঝায় যে এই বিয়েটা কেবলই একটা অভিনয় যেটা তাকে সারা জীবন করে যেতে হবে। এখানেই পর্বটি শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ যার ছত্রছায়ায় বড় হয়েছে বুবলাই, আজ তাকেই অপমান! ‘নতুন কাকু’র প্রতি এমন ব্যবহার দেখে ক্ষুব্ধ দর্শক! ‘মেরুদন্ডহীন ছেলে একটা’ ‘চিরসখা’য় স্বতন্ত্রর অপমান দেখে বলছেন দর্শক!

এবার কি তাহলে শুভ আদৃত মুখোমুখি হবে? আদৃতের কি শুভর কথা মনে পড়তে চলেছে খুব তাড়াতাড়ি? শুভ, আদৃত আকাশ, মোহনা, চারজনের জীবন কি এবার আরো জড়িয়ে যাবে? জানতে চাইলে চোখ রাখতেই হবে, স্টার জলসায় প্রতিদিন রাত ৮:৩০ গৃহপ্রবেশ এ!