‘গৃহপ্রবেশ’-এ আদৃতের প্রত্যাবর্তন! আদৃত ফিরবেই… তবে তার আগেই শুভর বিয়ে! মোহনা কি এবার জেনে যাবে আয়ানই আসলে আদৃত, শুভর স্বামী? ‘গৃহপ্রবেশ’-এ আজকের পর্বে উত্তেজনা তুঙ্গে!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) -এ বিয়ে প্রায় শেষের পথে শুভ এবং আকাশের। অতীত পেছনে ফেলে আদৃতের স্মৃতি বুকে জড়িয়ে, কেশবের বাবার পরিচয় দিয়ে শুভ বিয়ে করছে আকাশকে। দেশের মাটি নদীয়াতেই-যেখানে একসময় শুভ-আদূতের প্রেম ফুটেছিল, সেই স্মৃতিমাখা শহরেই আবার বসেছে বিয়ের আসর, তবে শুভর মনে এখনও রয়ে গেছে এক দ্বন্দ্ব। তবে কি এভাবেই আলাদা হবে আদৃতকে ভুলে যাবে শুভ?

আজকের পর্বের শুরুতেই দেখা যায় দেখতে দেখতে শুভ ও আকাশের বিয়ের দিন চলে এসেছে। রায় বাড়ির সবাই এই বিয়ে নিয়ে অনেক উৎসাহী, সবাই হৈ হুল্লোড় করতে থাকে কিন্তু এত আয়োজন যার জন্য অর্থাৎ শুভ কোনোভাবেই খুশি নয় এই বিয়েতে। শুধুমাত্র কেশবকে বাবার আদর দিতে সে বিয়ে করছে আকাশকে। অন্যদিকে দেখা যায় সেবন্তী নিজের ঘরে মন মরা হয়ে বসে রয়েছে। সেবন্তীর মনে আজ খারাপ লাগার থেকে ভালো লাগাটাই বেশি, কিন্তু কোথাও একটা শুভর চলে যাওয়া তার জীবনে আরও একটা শূন্যতার সৃষ্টি করেছে।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

সেবন্তী মনে মনে বলে, “একসময় এই শুভকে আমি দুচোখে দেখতে পারতাম না, আদির সাথে ওর সম্পর্ক আমি কোনদিনও মেনে নেইনি। কিন্তু কখন যে এই খারাপলাগা ভালোলাগায় পরিণত হয়ে গেছে আর আমি শুভকে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি”। এরপর দেখা যায় বাড়ির বাইরে এসে উপস্থিত স্বপন। সেই বন্ধুটি যে একসময় মোহনা ও আদৃতকে একসাথে দেখে শুভকে ফোন করে সবটা জানিয়েছিল। কিন্তু এবার সে নিয়ে এসেছে প্রমাণও, হাতে তার বেশ কয়েকটা ছবি যেখানে আদৃতকে সে বিভিন্ন জায়গায় দেখেছে।

কিন্তু বাড়ির ভেতরে বিয়ে চলছে বলে সে দ্বিধা বোধে ভেতরে ঢকেনা বরং লেটার বক্সে ছবিগুলো রেখে যায়। পরবর্তীতে দাদু লেটার বক্স থেকে চিঠিগুলো বের করতে গিয়ে শুভর নামে একটা চিঠি পায়। দাদু শুভর উদ্দেশ্যে চিঠিটা পাঠায় যাতে শুভ চিঠিটা পড়তে পারে, কিন্তু বিয়ের সাজগোজ আর আদৃতের চিন্তায় শুভ এতটাই মগ্ন হয়ে যায় যে চিঠিটাকে সে লক্ষ্যই করে না। অন্যদিকে ডাক্তার দেখাতে গিয়েছে আয়ান (আদৃত), ডাক্তার ম্যাডাম আদৃতের স্মৃতি ফেরার জন্য এক মোক্ষম উপায় বলে দিয়েছেন। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ায় মোহনা উদ্বিগ্ন হয়ে আয়ানকে ফোন করে।

আদৃত ফোনের ওপার থেকে বলে সে তার স্মৃতি ফেরার পথে আরো একধাপ এগিয়ে গেছে। খুব তাড়াতাড়ি সে আসছে। মোহনা কাকে বলে একটু তাড়াতাড়ি আসতে কারণ আকাশের বিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আয়ান জানায় রাস্তায় অনেক জ্যামের কারণে তার একটু দেরি হচ্ছে কিন্তু সে একেবারে বিয়েতেই পৌঁছাবে। এরপর আয়ান মানে আদৃত মনে মনে ভাবতে থাকে এই বিয়েটা শেষ হলেই সে মোহনাকে জানাবে যে তার অতীতে রয়েছে এক পরিবার ও সম্ভবত এক স্ত্রী যারা তিনি নিউইয়র্ক এ থাকে তাদের খোঁজে সেও যেতে চায় নিউইয়র্ক এ।

আরও পড়ুনঃ এবার হিন্দিতেও রাজ চক্রবর্তীর জাদু! আসছে তাঁর নতুন সিরিয়াল, অভিনয়ে রয়েছেন ‘অনুপমা’-খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়!

একদিকে বর বেশে বিয়েতে উপস্থিত আকাশ অন্যদিকে শুভর সাজও প্রায় শেষ। সবাই শুভকে বলে তার থেকে চোখ ফেরানোই যাচ্ছে না! তাকে খুব সুন্দর লাগছে। রঞ্জিনি বলে, “আকাশ খুব ভালো ছেলে দেখবি তোকে আদির মতো করেই ভালবাসবে।” শুভ মনে মনে বলে, আদৃতের মতো কেউ আমাকে কখনো বোঝেনি আর বুঝবেও না। ওর মতো ভালোবাসা তো অনেক দূরের কথা।
এরপর দেখা যায় বিয়ের নিয়ম-কানুন শুরু হয়ে গেছে একদিকে অন্যদিকে গাড়ি থেকে নামছে আদৃত বুকে একরাশ ভালোলাগা নিয়ে। আজকের পর্বের সমাপ্তি ঘটে এখানেই।