স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) -এ শেষমেশ মোহনা জানতে পেরে যায় তাঁর এতদিনের সঙ্গী ‘আয়ান’ আদতে ‘আদৃত’, শুভর স্বামী! শুভর সামনে গিয়ে দাঁড়াতেই স্মৃতিশূন্য আয়ানের আসল পরিচয় বেরিয়ে আসে। অথচ এতদিন ধরে যাকে নিয়ে নিজের জীবনের গল্প বুনছিলেন মোহনা, সে অবশেষ আদৃত হয়ে ফিরে যায় শুভর কাছে। রায় বাড়িতে ফিরলেও আদৃতের স্মৃতি এখনো ফেরেনি ঠিকভাবে। একদিকে শুভ অন্যদিকে মোহনা, এর মাঝে আদৃত নিজের স্মৃতিশক্তি ফিরে পাওয়া নিয়ে চিন্তায়।
আজকের পর্বের শুরুতেই দেখা যায় আদৃতকে শুভ বলে কিছু মশলা তাঁর নাকের কাছে ধরবে এবং তাঁকে চোখ বন্ধ করে বলতে হবে কোনটা কোন মশলা। এরপর আদৃত একের পর এক সব মসলা চিনে ফেলে, শুভ আনন্দে আদৃতকে বলে সে যে সব মশলা এত তাড়াতাড়ি চিনে নেবে কখনোই ভাবেনি শুভ। শুভ আদৃতকে বলে এই বার ঠিক তাঁর সব মনে পড়ে যাবে। অন্যদিকে সেবন্তী কান্নায় ভেঙে পড়েছে, আদৃতের অবস্থা দেখে। সেবন্তী কিছুতেই মেনে নিতে পারছে না যে আদৃত সবাইকে ভুলে গেছে। পুলক তাকে সান্তনা দেয়।
যে খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে আদৃতের, কিন্তু কিছুতেই আশ্বস্ত হতে পারছে না সেবন্তী। ঠিক সেই সময় আদৃত এসে সেবন্তীকে মা বলে ডাকে। সেবন্তী খুব খুশি হয়ে আদৃতকে বলে তাঁর কি সব মনে পড়ে গেছে! আদৃত জানায় না, তবে তাঁর মনে হতে শুরু করেছে সে বোধায় এই বাড়ির ছেলে তাই মা বলে ডেকেছে। শুভ এসে জানায় আদৃতকে সে মসলার ফ্যাক্টরিতে নিয়ে যাবে, সেই মতন আদৃত তৈরী হতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে এই ভেবে যে এর আগে সে কি জামা পড়ে সেখানে যেত? শুভ এসে একটা শার্ট আর ব্লেজার বের করে আদৃতের হতে দেয়।
সেই পোশাক পড়তেই শুভ যেন ফিরে পায় তার পুরনো আদিকে। এরপর দুজনে রায় অ্যান্ড আমেরিকাতে যায়, সেখান যেতেই আদৃতের আবছা স্মৃতি মনে পড়তে শুরু করে, সে মনে মনে বলে এর আগেও এই জায়গায় সে এসেছে এবং এখানে আসতেই তার মনে হয়েছে এটি তার খুব প্রিয় জায়গা। শুভ এবার আদৃতকে বলে, “জানতো আদি এটা তোমার খুব প্রিয় জায়গা ছিল।” দুজনে এরপর ভেতরে ঢুকতেই সবাই তাদের শুভেচ্ছা জানায়। আকাশ সেন সেখানে অপেক্ষা করছিল আদৃতকে ওয়েলকাম করার জন্য।
আকাশ একটা ফুলের তোড়া আদৃতের হতে দিয়ে বলে সে এবার থেকে যেন আগের মতন ব্যাবসার হাল ধরে, আর আসতে আসতে তাঁর সবকিছু মনে পড়ে যাবে একদিন। আদৃতের মনে হয় আকাশ এর কি সম্পর্ক তার বাড়ির লোকের সাথে? আকাশকে জানতে চাইলে শুভ বলে, “তোমার মনে নেই আদি? তুমিই তো ওনার থেকে টাকা টাকা নিয়ে বিজনেস ডিল করেছিলে।” আদৃতের এবার সবটা মনে পড়ে যায়, এবং সে বলে দেয় কি কি ডিল হয়েছিল আকাশের সাথে। অন্যদিকে মোহনা আয়ানের জন্য কেঁদে কেঁদে অস্থির। আদৃতকে ফোন করে মোহনা বলে একবার তাঁর সঙ্গে দেখা করতে চায়।
আরও পড়ুনঃ খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে মুগ্ধ করলেন দত্তবাড়ির ‘পর্ণা’! তুখোড় অভিনেত্রী হওয়ার পাশাপাশি অসামান্য গায়িকা পল্লবী শর্মা! মুগ্ধ নেটপাড়া
কিন্তু আদৃত সাফ জানিয়ে দেয় যে সে এবার বাবস্যায় মন দিয়েছে, তাই এখন কোনো ভাবেই দেখা করা সম্ভব নয়। আদৃত যে মোহনার সাথেই কথা বলছে, আকাশ এটা বুঝতে পেরে শুভকে বলে চিন্তা করতে না একদিন সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আদৃতের কাছে প্রত্যাখ্যান পেয়ে মোহনা আত্মহত্যা করা সিদ্ধান্ত নেয়। সে মনে মনে বলে যে শরীরে সে আয়ানকে পাবে না সেই শরীর তাঁর দরকার নেই। আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই নজর রাখুন টিভির পর্দায়।