ধীরে ধীরে শুভর কথা মনে পড়ছে আদৃতের! অন্যদিকে মিস্টার সেনের বিয়ের প্রস্তাবে হ্যাঁ শুভর! রায় বাড়িতে আদৃতের গৃহ প্রবেশ

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “গৃহপ্রবেশ”(Grihoprobesh) –এ আসতে চলেছে এক নয়া মোড়! শুভ-আদৃতের সম্পর্ক কি নতুন মোড় নেবে, নাকি দূরত্ব আরও বাড়বে? আদৃতের চলে যাওয়ার পর এতদিন ধরে শুভ একাই সামলেছে কেশবকে, কিন্তু এবার মিস্টার সেন তাঁর জীবনে এক আগন্তুকের মতন এসে দমকা হাওয়ায় ভুলিয়ে দিতে চায় অতীতকে।

Grihoprobesh

সাম্প্রতিক স্টার জলসা ঘোষণা করেছে এই ধারাবাহিকের “মহাসপ্তাহে”র, যায় প্রমোতে দেখা যাচ্ছে শুভলক্ষী তার লক্ষ্যে অটল থাকলেও কেশবের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এমন সময় মিস্টার সেন তাকে জানায়, কেবল ব্যবসায়িক অংশীদার নয়, জীবনের সঙ্গী হিসেবেও সে শুভকে পাশে চায়। শুধু তাই নয়, কেশবের বাবা হিসেবেও দায়িত্ব নিতে চায় সে। শুভ কিছুটা অবাক হলেও মনে পড়ে, কেশবকে আগলে রাখতে মিস্টার সেন সবসময় পাশে থেকেছে।

তাই শেষ পর্যন্ত এই প্রস্তাবে সম্মতি জানায় শুভ।অন্যদিকে, এই খুশির খবর পৌঁছে যায় মোহনার কাছে। সে উত্তেজিত হয়ে আয়ানকে (আদৃত) জানায়, তার দাদা বিয়ে করতে চলেছে! কিন্তু পাত্রী শুনেই থমকে যায় আদৃত! মোহনা বলে, “আমার দাদা বিয়ে করছে আর পাত্রী শুভ…,” আদৃত আটকে দিয়ে বলে —শুভলক্ষী ফ্রম নদীয়া! অতীতের স্মৃতি কি ফেরাবে আদৃতকে? নাকি সম্পর্কের এই নতুন সমীকরণ বদলে দেবে সবকিছু?

আরও পড়ুনঃ শুটিং সেটে গুরুতর আহত ‘স্বস্তিকা ঘোষ’ ওরফে দীপা! কী হল ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার সঙ্গে? ১০০০ পর্বের আগেই এলো খারাপ খবর!

এবার কি ঝড় আনবে শুভর এই সিদ্ধান্ত? মুখোমুখি হয়েও কি আলাদা হয়ে যাবে দুজনের পথ? আগামী সপ্তাহে গৃহপ্রবেশ-এ শুরু হচ্ছে মহাসপ্তাহ, যেখানে একের পর এক চমকপ্রদ ঘটনা বদলে দেবে গল্পের মোড়! জানতে হলে চোখ রাখুন ২৪-৩০ মার্চ, প্রতিদিন রাত ৮:৩০-এ, স্টার জলসার পর্দায়!