দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, কোন চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে?

অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ছোটবেলার টেলিভিশনের সেই সব চরিত্র, যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে স্মৃতির অংশ। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর সম্পর্ক। একসময় ছোটপর্দায় যেভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তা আজও দর্শকদের মনে তাজা। বহুদিন তাঁকে টিভি স্ক্রিনে না দেখে অনেকেই আফসোস করেছিলেন। তবে এবার তাঁদের জন্য আছে সুখবর।

ইপ্সিতার অভিনয় যাত্রা শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’র মাধ্যমে। এরপর ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে কিরণ চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলেছিল। এই ধারাবাহিকই তাঁকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে। এরপর একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে টিভি দুনিয়ায় নিজের জায়গা পাকা করে নেন তিনি। ‘চোখের তারা তুই’, ‘সন্ন্যাসী রাজা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘করুণাময়ী রানী রাসমণি’ এবং ‘আলোছায়া’— প্রতিটি ধারাবাহিকেই আলাদা ছাপ ফেলেছিলেন ইপ্সিতা।

২০২২ সালে টেলিভিশনের পর্দা ছেড়ে ইপ্সিতা পা রাখেন বড়পর্দায়। তখন থেকেই ছোটপর্দা থেকে কিছুটা সরে আসেন তিনি। এই দীর্ঘ এক বছর ছোটপর্দায় তাঁর অনুপস্থিতি দর্শকদের মনে তৈরি করেছিল প্রশ্ন। অনেকেই ভাবছিলেন, ইপ্সিতা কি তবে টেলিভিশনকে বিদায় জানালেন? তবে এবার সব জল্পনায় ইতি।

নতুন খবর, আবার ছোটপর্দায় ফিরছেন ইপ্সিতা মুখোপাধ্যায়। তবে এবার আর নায়িকা হিসেবে নয়, বরং পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। গল্পের নায়ক ধ্রুবর সহকর্মীর ভূমিকায় থাকবেন ইপ্সিতা, যিনি নিজেও একজন আইনজীবী। ইতিবাচক এই চরিত্রে অভিনয় করেই ফের টেলিভিশন স্ক্রিনে ফিরছেন প্রিয় অভিনেত্রী।

আরও পড়ুনঃ “আমায় আগে দেখুন!”— দাবিতে হাসপাতাল চত্বরে কাঞ্চন ও শ্রীময়ীর বচসা! ভিআইপি রোগীর তকমায় তাণ্ডব! চিকিৎসককে ‘শিক্ষে’ দিতে বদলির হুমকি! বিধায়ক-অভিনেতা ও স্ত্রীর বিরুদ্ধে সরকারি হাসপাতালে চিকিৎসকের অভিযোগ!

সূত্রের খবর, ইতিমধ্যেই ধারাবাহিকটির জন্য একদিনের শুটিং শেষ করেছেন তিনি। খুব তাড়াতাড়ি সম্প্রচার শুরু হবে ‘মিত্তির বাড়ি’র নতুন পর্ব, যেখানে নতুন রূপে ধরা দেবেন ইপ্সিতা মুখার্জি। এখন শুধু অপেক্ষা, দর্শক আবার কীভাবে তাঁকে গ্রহণ করেন। টিভির পর্দায় ইপ্সিতার কামব্যাক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা।

You cannot copy content of this page