“আমায় আগে দেখুন!”— দাবিতে হাসপাতাল চত্বরে কাঞ্চন ও শ্রীময়ীর বচসা! ভিআইপি রোগীর তকমায় তাণ্ডব! চিকিৎসককে ‘শিক্ষে’ দিতে বদলির হুমকি! বিধায়ক-অভিনেতা ও স্ত্রীর বিরুদ্ধে সরকারি হাসপাতালে চিকিৎসকের অভিযোগ!

বিজেপি নেতা কৌস্তভ বাগচীর পর এবার হাসপাতালের আউটডোরে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ উঠল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) এবং স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)-এর বিরুদ্ধে। ঘটনাস্থল কলকাতার ‘ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’। অভিযোগ, রোগীর আত্মীয় হিসেবে সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অন্যান্য রোগীর পরিজনদেরও ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়।

সূত্রের খবর, কাঞ্চন মল্লিক তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে এক আত্মীয়ের চিকিৎসার প্রয়োজনে ওই সরকারি হাসপাতালে যান। যথারীতি আউটডোরে প্রচুর ভিড় ছিল। এই ভিড় এবং অপেক্ষায় কাঞ্চন মেজাজ হারিয়ে ফেলেন বলে জানা যাচ্ছে। এরপরই তিনি হাসপাতালে দায়িত্বে থাকা এক বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এমনকি চিকিৎসককে বদলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে!

Tollywood, Sreemoyee Chattoraj,Kanchan Mullik, entertainment couple, movie film cinema serial Bengali serial, social media, Valentine's Day, শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক, বিনোদন, টলিউড, অভিনেতা, অভিনেত্রী, ভ্যালেন্টাইন্স ডে, বাংলা সিরিয়াল ধারাবাহিক, সোশ্যাল মিডিয়া

হাসপাতালের বিভাগীয় প্রধান মেহবুবা রহমান সংবাদমাধ্যমকে জানান, কাঞ্চন মল্লিকের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন। তাঁর কথায়, একজন চিকিৎসকের সঙ্গে এমন ব্যবহার কাম্য নয়। তিনি এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও ঘটনার সময়ের পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন, বিভাগীয় প্রধান যখন অন্য একজন রোগীকে দেখছিলেন, তখনই কাঞ্চন মল্লিক তাঁর আত্মীয়কে আগে দেখানোর জন্য চাপ দেন।

এই আচরণে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং রোগীর আত্মীয়-স্বজনরাও ক্ষিপ্ত হয়ে পড়েন। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উপস্থিত সাধারণ মানুষই কাঞ্চন মল্লিক এবং তাঁর সঙ্গে থাকা অন্যদের হাসপাতালের আউটডোর চত্বর থেকে কার্যত বের করে দেন। চিকিৎসক মহলের বক্তব্য, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন ব্যবহারের আশা তাঁরা করেন না।

আরও পড়ুন: “যুদ্ধ জয়ের দ্বিতীয় বছর!”— দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্মৃতির আবেগে ভাসলেন শ্রুতি! বয়সের ব্যবধান পেরিয়ে শ্রুতি-স্বর্ণেন্দুর দাম্পত্য উদযাপন!

ঘটনার জেরে চিকিৎসক মহলে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, জনসেবার নামে যারা রাজনীতির মঞ্চে এসেছেন, তাঁদের কাছ থেকে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। একদিকে যেখানে সরকারি হাসপাতালে চিকিৎসকরা সীমিত সম্পদে বহু মানুষের সেবা করে যাচ্ছেন, সেখানে জনপ্রতিনিধির এমন ‘ভিআইপি আচরণ’ সমাজের জন্য নৈরাজ্যের বার্তা দেয় বলেই মনে করছেন অনেকেই।