একসময় যেখান থেকে অভিনয় যাত্রা শুরু করেছিলেন, আবার সেই ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)। টেলিভিশনের পর্দা থেকে ওয়েব সিরিজ ও সিনেমায় সাফল্যের পর ফের নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি দেখা গিয়েছে, রণিতা, মধুমিতা-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী আবার ফিরেছেন ছোটপর্দায়। এবার সেই তালিকায় যোগ দিলেন কৌশিকও।
নতুন ধারাবাহিকের নাম ‘এলা ও গোরার গল্প’ (Ela O Gora’r Golpo)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। জানা গিয়েছে, কৌশিক মুখ্য চরিত্রে না হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।
কৌশিক শেষবার দেখা গিয়েছিলেন জি বাংলার ‘আলোর কোলে’ (Alor Kole) ধারাবাহিকে। এরপর তাঁকে দেখা যায় বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায়। সর্বশেষ তিনি অভিনয় করেছেন জনপ্রিয় সিরিজ ‘বিষহরি’ (Bishohori)-তে, যেখানে সহ-অভিনেত্রী ছিলেন শোলাঙ্কিও।
‘এলা ও গোরার গল্প’-এর প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোলাঙ্কিকে দেখা গেছে পিয়ানোর সামনে গোলাপি গাউনে, হাতে কখনও রবি ঠাকুরের বই, কখনও ফুল—দেখতে একেবারে অন্যরকম। গৌরবকে দেখা গেছে কর্পোরেট লুকে।পুরো প্রোমোটিই আধুনিক প্রেক্ষাপটে তৈরি, তাই দর্শকরা মনে করছেন এটি একেবারে নতুন ধাঁচের প্রেমের গল্প হতে চলেছে।
আরও পড়ুনঃ “প্রচণ্ড রকম আমিষপ্রেমী আমি… কিন্তু আমার মধ্যে ঈশ্বরিক অনুভব এসেছে!”— মা কালীর রূপে ধরা দেন, কিন্তু আমিষ না ছাড়ার সিদ্ধান্তে অনড় পায়েল! অতিপ্রাকৃত কিছু না, তবে কোন ক্ষমতাকে মনে করেন ঈশ্বরপ্রাপ্তি?
দর্শকরা যেমন শোলাঙ্কি ও গৌরবের জুটিকে পর্দায় ফের দেখতে উচ্ছ্বসিত, তেমনই কৌশিকের ফিরে আসার খবর শুনে খুশির হাওয়া টেলিভিশন প্রেমীদের মধ্যে।