টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলির প্রতিযোগিতা মানেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। প্রতি বছরই এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। কার হাতেই বা উঠবে সেরার সম্মান, কোন ধারাবাহিক সবচেয়ে বেশি পুরস্কার জিতবে—এই নিয়ে চর্চা শুরু হয়ে যায় আগেভাগেই।
এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫। টেলিপর্দার জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান। প্রত্যাশিতভাবেই হাই টিআরপি পাওয়া ধারাবাহিকগুলির ঝুলিতেই উঠেছে সর্বাধিক পুরস্কার। বিশেষ করে ‘কথা’, ‘গীতা এলএলবি’ এবং ‘অনুরাগের ছোঁয়া’-র মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল এই বছর।
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। অগ্নি আর কথার কেমিস্ট্রি মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অগ্নি অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং কথা অর্থাৎ সুস্মিতা দে-র অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। স্টার জলসার এই মরশুমের সবচেয়ে আলোচিত জুটিগুলির মধ্যে একটি হল এই দুই চরিত্রের সম্পর্ক। শুধু প্রেম নয়, পরিবারের মধ্যে টানাপোড়েন, গল্পের নাটকীয়তা—সব মিলিয়েই ধারাবাহিকটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এবারের অ্যাওয়ার্ড মঞ্চে ‘কথা’ সিরিয়ালের দাপট ছিল চোখে পড়ার মতো। ধারাবাহিকটি মোট ২২টি পুরস্কার জিতেছে। ব্যক্তিগত ক্যাটাগরিতে সাহেব ভট্টাচার্য জিতেছেন ৫টি পুরস্কার, সুস্মিতা দে পেয়েছেন ৩টি। প্রিয় বউ-এর খেতাব উঠেছে সুস্মিতার ঝুলিতে, আর সাহেব পেয়েছেন পপুলার চয়েস প্রিয় নায়কের সম্মান। এছাড়াও, শাশুড়ির চরিত্রের জন্য ১টি, জুনির জন্য ১টি, অংকিত ও চিত্রাও ১টি করে পুরস্কার জিতেছেন। বাংলা টকিজ বিশেষ সম্মানও পেয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ একের পর এক ধাক্কা গাড়িতে, গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার সৌরভ গঙ্গোপাধ্যায়
তবে সবচেয়ে বড় চমক ছিল গীতাকে পিছনে ফেলে ‘কথা’-র এতগুলো পুরস্কার জয়। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের নামও বড় প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল, তবে শেষ পর্যন্ত ‘কথা’ই বাজিমাত করেছে। এবার প্রায় সব বড় ক্যাটাগরির পুরস্কারই কথার ঝুলিতে গিয়েছে। বাংলা সিরিয়ালের জগতে এই ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যেখানে গীতার কাহিনি দর্শকদের মন জয় করেছে, সেখানে কথার জনপ্রিয়তাই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই অ্যাওয়ার্ড শোতে।