চড়ুইয়ের সামনেই ফুলঝুরির সিঁথিতে সিঁদুর দিল লালন, মেনুতে ছিল বিরিয়ানি, জানালেন মানালি!আনন্দে হাউহাউ করে কাঁদছে লালঝুরি ভক্তরা

‘ধুলোকণা’ ষ্টার জোলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে দর্শকদের প্রিয় জুটি লালন-ফুলঝুরি। শেষমেশ তাঁদের বিয়ে দেখে খুশি সকলে। নকল বিয়ে, তাতে কী! ‘ধুলোকণা’ সেট জুড়ে এখন উৎসবের মরশুম।

‘এই ধারাবাহিকেই আমি তিন-চার বার বউ সেজে ফেললাম’ এই কথা বলতে বলতেই হেঁসে ফেললেন ফুলঝুরি অর্থাৎ অভিনেত্রী মানালি দে। লাইট, বিয়ের মণ্ডপ, ফুল প্রভৃতি দিয়ে সাজিয়ে বিয়ে হচ্ছে। কিন্তু মেনুতে কী? প্রশ্ন শুনে হেঁসে ফেললেন মানালি। তারপর বললেন, ‘বিয়ে হোক বা না হোক, এই সেটে প্রায় প্রত্যেক দিনই ভুরিভোজ হয়। তবে বিয়ের দিন আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম। তা ছাড়া বাড়ি থেকে আনা টিফিনও ভাগাভাগি করে খাই আমরা।’

এই বিয়ের অনুষ্ঠান দেখেই খুশি দর্শক। যার প্রতিফলন পড়েছে টিআরপি স্কোর বোর্ডে। তৃতীয় স্থান থেকে সোজা প্রথম স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। ৮.০ পয়েন্ট পেয়েছে ‘ধুলোকণা।’ অনেকে বলছেন বিয়ের দৃশ্য দেখিয়ে লম্বা লাফ মারলো ‘ধুলোকণা’র টিম।

তবে অভিনেত্রী মানালি জানিয়েছেন, ‘আমরা প্রত্যেকেই খুব পরিশ্রম করে করছি। দর্শকদের ভালোবাসা পেলে তো ভালোই লাগবে। লালন-ফুলঝুরির বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাস দেখে সত্যিই খুশি হয়েছি।’

You cannot copy content of this page