‘শাশুড়ি-বৌমার নয়, দুটো ভিন্ন বয়সী মেয়ের সখ্যতাটাই আসল…কম্পাস-ঋতজার সম্পর্কটা খুবই বিরল বাংলা ধারাবাহিকে!’ মল্লিকা মজুমদারের মন্তব্যেই ফাঁস জনপ্রিয়তার রহস্য! তিনি জানালেন, কেন শাশুড়ি-বৌমার এই জুটি এখন দর্শকদের প্রিয়?

রোজ এক একটা নতুন ধারাবাহিকের ভিড়ে ‘কম্পাস’ (Compass) শুরুতে তেমন আলোচনায় না থাকলেও, গল্প যত এগোচ্ছে ততই দর্শকদের নজর কেড়েছে এক ভিন্ন ধরনের সম্পর্ক! ধারাবাহিকের নায়িকা কম্পাস আর নায়কের মা ঋতজার বন্ধুত্ব। বাংলা টেলিভিশনে সাধারণত বৌমা-শাশুড়ির টানাপোড়েনই বেশি দেখা যায়, তাই তাঁদের দু’জনের সহজ সম্পর্ক অনেকের কাছেই যেন নতুন স্বাদের মতো। এই অনন্য সম্পর্ক কেবল গল্পের গতি বাড়ায়নি, দর্শকদের মনে এক অন্যরকম অনুভূতি তৈরি করেছে। যেখানে সম্পর্কটা প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতার জায়গা থেকে গড়ে ওঠা।

তবে এই বন্ধুত্বের যাত্রা এতটা সহজ ছিল না। বিহানের সঙ্গে কম্পাসের বিয়ের পর অনেকেই তাকে মেনে নিতে পারেনি, তাই শুরুটা ছিল অনিশ্চিত। অথচ সেই সময়েই পাশে দাঁড়িয়েছিলেন ঋতজা, শুধু শাশুড়ির দায়িত্ব থেকে নয়, একজন মানুষের মতো আচরণ করেই! কিন্তু গল্পের মোড় ঘোরে যখন কম্পাস ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়ে এবং বাধ্য হয়ে মিথ্যে বলে ফেলে। সেই গোপনীয়তার বোঝা তার সম্পর্কটাকেই নড়বড়ে করে দেয়। এমনকি এক আবেগঘন মুহূর্তে ঋতজা সবার সামনে তাকে থাপ্পড়ও মারেন। দৃশ্যটি প্রচারিত হতেই দর্শকরাও চমকে ওঠেন, দুইজনের বন্ধুত্বে এত বড় ফাটল আগে দেখা যায়নি।

পরের পর্বে দুই চরিত্রের কথোপকথনেই খুলে যায় ভুল বোঝাবুঝির গিঁট। কম্পাস জানায় কেন সে মিথ্যে বলতে বাধ্য হয়েছিল আর সেই সত্যি শুনেই ঋতজা নিজের আচরণের ভুলটাই আগে উপলব্ধি করেন। সেই মুহূর্তে তাদের সম্পর্কটা যেন আরও বাস্তব হয়ে ওঠে, যেখানে আঘাত আছে, অভিমান আছে আবার মিটে যাওয়ার জায়গাও রয়েছে। এই আন্তরিকতাই দর্শকদের মনে দাগ কেটেছে। অনেকেই বলছেন, এমন সম্পর্ক দেখলে ভালো লাগে। যেখানে শাশুড়ি-বৌমা একে অপরকে টেনে নামানোর বদলে পাশে দাঁড়ায়।

সম্প্রতি এই সম্পর্ক নিয়েই পর্দার ঋতজা অর্থাৎ অভিনেত্রী মল্লিকা মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল। দর্শকদের কাছ থেকে এত প্রশংসা পাওয়ার পর তিনি কী ভাবছেন? উত্তরে মল্লিকা বলেন, “কম্পাস আর আমার যে সম্পর্কটা, এটা খুবই বিরল বাংলা ধারাবাহিকে। কম্পাসের সঙ্গে আমার একটা আলাদা সখ্যতা, সেটা মা-মায়ের, শ্বাশুড়ি-বৌমা আবার দুটো ভিন্ন বয়সী মেয়ের মধ্যে বন্ধুত্ব। এটা খুবই অন্যরকম আর ব্যতিক্রমী। আমরা যেমন অভিনয় করছি খুব উপভোগ করে, তেমন দর্শকরাও এই চরিত্রগুলোর আবেগকে নিজের করে নিয়েছেন।

আরও পড়ুনঃ মেকআপ করতে না ভালো লাগলেও রোজগারের তাগিদে করতে হয়েছিল! নায়ক হওয়ার স্বপ্ন নয়, প্রতিটি কাজে নিজের সেরাটা দেন, মেকআপ আর্টিস্ট থেকে অভিনেতা অমিত সাহার সংগ্রাম আজ টলিউডে অনুপ্রেরণা!

দর্শকরা তো ঋতজা আর কম্পাসের জুটিটাকে একটা নতুন নাম দিয়েছে ‘রিতজাস’।” মল্লিকার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই, দর্শকদের প্রতিক্রিয়া ফের একবার একই দিকে! সবাই বলছেন, “এমন বন্ধুত্বের গল্প আরও বেশি তৈরি করা উচিত।” তাই ‘কম্পাস’ এখন আর শুধু বাকিদের মতো সাধারণ একটি ধারাবাহিক নয়, বরং দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো এক উদাহরণ। শাশুড়ি-বৌমার সম্পর্ক যে শুধু সংঘর্ষের মধ্যেই আটকে নেই, বন্ধুত্বের পথেও হাঁটতে পারে, এই সত্যটাকেই নতুন করে মনে করিয়ে দিচ্ছে পুরো ধারাবাহিকটি। এবার সময় বলবে, এই সম্পর্কের ভিত্তি ঠিক কতটা মজবুত।