বাঙালির মহানায়ক উত্তম কুমারের স্মরণে প্রতি বছর তাঁর প্রয়াণ দিবসে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার। এই দিনটিতে মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Banerjee) সম্মান জানান বাংলা বিনোদন জগতের গুণী শিল্পীদের। এবারও সেই রীতি মেনেই অনুষ্ঠিত হলো ‘মহানায়ক সম্মান’ প্রদান অনুষ্ঠান, যেখানে বরাবরের মতোই মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল নজরকাড়া। তবে এবারে তিনি শুধুমাত্র শিল্পীদের সম্মান জানাননি, বরং বাংলা সিরিয়ালের (Bengali Serial) বিষয়বস্তু নিয়েও প্রকাশ করেছেন নিজের অসন্তোষ।
মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি কটাক্ষ করেন বাংলা ধারাবাহিকের বর্তমান প্রবণতা নিয়ে। তাঁর মতে, সিরিয়ালগুলোর বেশিরভাগ গল্পেই এখন বি’ষ, ষ’ড়য’ন্ত্র আর পারিবারিক ঝগড়ার প্রদর্শনী চলছে। শিশু থেকে বৃদ্ধ—সবাই এই সিরিয়াল দেখে এবং সেই অনুসারেই প্রভাবিত হয়। তাই সমাজে কী দেখানো হচ্ছে, তা নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন। তবে এই সমালোচনার মধ্যেও তিনি একবারের জন্যও ধারাবাহিকের লেখিকা ‘লীনা গঙ্গোপাধ্যায়’কে (Leena Ganguly) ব্যক্তিগতভাবে দায়ী করেননি।
বরং মুখ্যমন্ত্রীর সোজাসাপটা বক্তব্য ছিল—এই ধরণের কনটেন্ট তৈরির মূল নিয়ন্ত্রণ প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের হাতে। লেখক-লেখিকারা তাঁদের পেশাগত দায়বদ্ধতায় গল্প লিখছেন, তবে সিরিয়ালের দৈর্ঘ্য বাড়াতে গিয়ে যেন প্রতিদিন গা-জ্বালানো কনটেন্টই পরিবেশিত না হয়—সেই বিষয়ে মালিকদেরই আরও দায়িত্ববান হতে হবে। সিরিয়াল যে কেবল বিনোদন নয়, বরং সমাজের একটা শিক্ষা ক্ষেত্র—সেই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেই তিনি সবসময় গঠনমূলক গল্প তৈরির আহ্বান জানিয়েছেন।
এই বক্তব্যের কিছুদিন পরই আরও এক চমকপ্রদ তথ্য সামনে আসে। সূত্র থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান এবার ব্যবহার করা হচ্ছে একটি বাংলা ধারাবাহিকে! আর সেই ধারাবাহিক হল লীনা গঙ্গোপাধ্যায়েরই লেখা ও পরিচালিত বহুলচর্চিত মেগা সিরিয়াল ‘চিরসখা’ (Chiroshokha)। এই ধারাবাহিকের দুই মূল চরিত্র, কমলিনী এবং স্বতন্ত্র’র সম্পর্কের টানাপোড়েন, আবেগঘন দৃশ্যের পটভূমিতে শোনা যাবে সেই গানটি।
আরও পড়ুনঃ “রক্ত লাগলে আমি সম্পর্ক দেখি না! আত্মীয়কে যতটা রক্ত দিই, বাইরের লোককেও ততটাই দিই!” “স্বার্থপর হলে জগৎ ছোট হয়ে যায়, এতে গর্ব বা সুবিধা নেই!”— মানবিকতার পাঠ নিয়েই বড় হয়েছেন মানসী সিনহা! স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার পাশে দাঁড়ান অভিনেত্রী!
একদিকে মুখ্যমন্ত্রীর সিরিয়াল নিয়ে প্রকাশ্য সমালোচনা, অন্যদিকে তাঁর গান ব্যবহার—এই দ্বৈত অবস্থান নিঃসন্দেহে নজর কেড়েছে সাধারণ দর্শক ও বিনোদন জগতের মানুষদের। বাংলা টেলিভিশনের ইতিহাসে এই ঘটনা সত্যিই প্রথম, যখন রাজ্যের প্রশাসনিক প্রধানের সুর বেজে উঠবে এক ধারাবাহিকের আবহে। এটুকু নিশ্চিত, এই ঘটনা বাংলা ধারাবাহিকের জগতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করতে চলেছে। আপনারা কতটা উৎসাহী এই নিয়ে?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।