দুঃসংবাদ! শেষের মুখে দীর্ঘ পথচলা! টিআরপির তলানিতে পৌঁছে বন্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া

টেলিভিশন ধারাবাহিকের জগতে টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি চ্যানেলের শীর্ষস্থানে থাকার মূল হাতিয়ারই হল টিআরপি, যা নির্ধারণ করে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে পেরেছে। টিআরপি ভালো থাকলে ধারাবাহিক দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হতে পারে, অন্যদিকে টিআরপি কমে গেলে নির্মাতাদের বাধ্য হয়ে সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। সাম্প্রতিককালে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “নিম ফুলের মধু” এবং স্টার জলসার “অনুরাগের ছোঁয়া” কম টিআরপির কারণে বন্ধ হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

টিআরপি কমে যাওয়ার কারণে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। “নিম ফুলের মধু” এবং “অনুরাগের ছোঁয়া” ধারাবাহিক দুটি শুরুর পর থেকেই দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল। তবে সম্প্রতি এই দুটি সিরিয়ালের টিআরপি উল্লেখযোগ্যভাবে কমতে থাকে, যার ফলে নির্মাতারা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। জানা গেছে, ইতিমধ্যেই ধারাবাহিকগুলোর শেষ দিনের শুটিং সম্পন্ন হয়ে গেছে, যদিও নির্মাতা সংস্থা থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি।

প্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেই স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে গেছে দর্শকদের। “নিম ফুলের মধু” ও “অনুরাগের ছোঁয়া” দুটিই একসময় ছিল টিআরপি তালিকার শীর্ষে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্পের গতিপথ বদলানোর কারণে কিছু দর্শক মুখ ফিরিয়ে নেন। অনুরাগের ছোঁয়া যা একসময় টিআরপি তালিকায় শীর্ষে অবস্থান করত এখন সেরা দশেও নেই। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের হতাশা প্রকাশ করছেন এবং ধারাবাহিকগুলোর সম্প্রচার আরও কিছুদিন চালানোর জন্য দাবি তুলছেন।

টিআরপি কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। জানা গেছে গল্পের গতি ধীর হয়ে যাওয়া এবং তেমন জোরদার কিছু না থাকায় দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেছে এই ধারাবাহিকের প্রতি। সেই কারণেই খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া শেষ হতে চলেছে স্টার জলসার পর্দা থেকে। তবে এই ধারাবাহিকের ভক্তরা এই খবর শোনার পর থেকেই বেশ নিরাশ হয়ে পড়েছেন। অনেকেই অনুরোধ করেছেন এত তাড়াতাড়ি না শেষ করার জন্যই ধারাবাহিকটি। তবে এখন চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

আরও পড়ুনঃ “আমরা খুব মিষ্টি কথায় লোকের টাকা মারি!” ইন্ডাস্ট্রি নিয়ে অকপট লগ্নজিতা!

ধারাবাহিকের যাত্রা শেষ হলেও টেলিভিশন ইন্ডাস্ট্রির অগ্রগতি থেমে থাকে না। জনপ্রিয়তা হারানো ধারাবাহিকের জায়গা নতুন গল্প ও চরিত্রের নতুন ধারাবাহিক নেয়। যদিও “নিম ফুলের মধু” ও “অনুরাগের ছোঁয়া” বন্ধ হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, তবে দর্শকরা আশা করছেন নির্মাতারা নতুন আকর্ষণীয় গল্প নিয়ে আবার ফিরে আসবেন। টিআরপি ধরে রাখতে হলে চ্যানেলগুলোকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের পছন্দ অনুযায়ী নতুন ও আকর্ষণীয় কনটেন্ট আনতে হবে।