আর রিমেক নয়! আসছে লীনা গাঙ্গুলীর নতুন সিরিয়াল! প্রকাশ্যে ঝকঝকে প্রোমো
বাংলা টেলিভিশন জগত তাঁকে ছাড়া অচল। তাঁর লেখা গল্প মান্যতা পেয়েছে জাতীয় স্তরেও। ‘শ্রীময়ী’ (Shreemoyee) ও ‘খড়কুটো’র (Khorkuto) মতো মেগা সিরিয়ালের হিন্দি রিমেকগুলি জনপ্রিয় হয়েছিল সর্বভারতীয় স্তরে। আবারও জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা গল্প নিয়ে হিন্দি চ্যানেল স্টারপ্লাসে আসছে নতুন ধারাবাহিক। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার নতুন প্রযোজনা। খোদ কলকাতায় রমরমিয়ে চলছে ধারাবাহিকের শ্যুটিং।
কলকাতার কুঁদঘাটের কাছের এক স্টুডিও-তে জোরকদমে তুঙ্গে প্রস্তুতি। লাল পাঁচিল ঘেরা বনেদী বাড়ি। গোটা সেট সাজানো গাঁদা ফুলের মালায়। মনসাপুজোয় মেতে গোটা বসু পরিবার। পুজোর আমেজের সঙ্গে তাল মিলিয়েই সকলের পরনে সাবেকি পোশাক। ছেলেদের পরনে সাদা পাঞ্জাবী, মেয়েদের পরনেও বাসন্তী রঙের ঝলক।
প্রকাশ্যে এসেছে নয়া ধারাবাহিক ঝনকের প্রোমো। দেখা যাচ্ছে, কাশ্মীর উপত্যকায় বেড়ে ওঠা মেয়ে ঝনক। পাহাড়ের আঁকাবাঁকা পথেই অনিরুদ্ধর সঙ্গে দেখা হয় তাঁর। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ। বিদেশে ঘর বাঁধার স্বপ্ন তাঁর। বিয়েও ঠিক হয়ে গিয়েছে আরশির সঙ্গে। তবে ঝনককে বিয়ে করতে বাধ্য হবে সে। তারপর কোন খাতে বইবে তাঁদের জীবন? এই নিয়েই এগোবে ‘ঝনক’র গল্প।
প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের ধারণা ‘জল নূপূর’-এর হিন্দি রিমেক এই ধারাবাহিক। তবে তা মানতে নারাজ নির্মাতা। এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অঙ্কিতা চক্রবর্তী। ‘ইন্দ্রাণী’ খ্যাত অঙ্কিতাকে দেখা যাবে বসু পরিবারের অটিজমে আক্রান্ত মেয়ের ভূমিকায়। সংবাদমাধ্যমকে অঙ্কিতা জানান, ‘এটা একটা ফ্যামিলি ড্রামা। আমার চরিত্রটা স্পেশাল চাইল্ডের চরিত্র। কলকাতায় বেশ কিছু দৃশ্যের শ্যুট হয়েছে।এরপর শ্যুট হবে কাশ্মীরে। বাকিটা মুম্বইতে শ্যুট হবে। এটা বাঙালি এবং কাশ্মীরী দুই পরিবারের গল্প। এর বেশি এখনই কিছু বলতে পারব না’।
সিরিয়ালের মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে, বাংলা টেলিজগতের পরিচিত মুখ ক্রুশল আহুজা। তাঁর নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে হিবা নবাবকে। তবে বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর। এই ধাফাবাহিকে দেখা যাবে একগুচ্ছ বাঙালী অভিনেতাদের। থাকছেন ঋষি কৌশিক, ভরত কল, পত্রালি চট্টোপাধ্যায়, সুচিস্মিতা চৌধুরী প্রমুখ।