লাড্ডু তুঁতের ভাই! রাখি বন্ধনের দিন লাড্ডুর আসল পরিচয় রঙ্গনের সামনে এল

৫ই জুন থেকে শুরু হয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। এই ‘তুঁতে’তেই হোমডেলিভারি, হেঁশেল ছেড়ে কাপড় বুনতে শুরু করেছেন ‘খুকুমনি’ (Khukumoni)। নতুন রূপে ফিরেছেন ‘খুকুমণি’। এতদিন রান্নায় তার হাতের জাদুতে মজেছিল দর্শক। এবার তার শিল্পী হাতের ছোঁয়ায় তৈরি হবে রঙবেরঙের নানা শাড়ি, ডিজাইনার জামা কাপড়। আর তাই স্টার জলসায় দ্বীপাণ্বিতা রক্ষিতের (Dipanwita Rakshit) ধারাবাহিক ‘তুঁতে’ কাস্টিং-এর দিক থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

যদিও শুরু হওয়ার পর টিআরপিতে তেমন স্কোর করতে পারেনি এই মেগা। সেই ৪+ এই পড়ে রয়েছে। কিন্তু ভালো কাস্টিং-এর জেরে বেশ জনপ্রিয়তা বেড়েছে ‘তুঁতে’র। গ্রামের মেয়ে তুঁতের স্বপ্ন নামী ফ্য়াশন ডিজাইনার হওয়ার। আর তারজন্যই সে শহরে আসে। কিন্তু আমরা আগেই দেখেছি, তুঁতে শহরে গিয়ে জানতে পারে, ফ্য়াশন ডিজাইনার নয় পরিচালিকার কাজ করার জন্য তুঁতের সৎ মা লাহিড়ি পরিবারের (Lahiri Family) এক সদস্যের থেকে টাকা নিয়েছে।

টিআরপি বাড়াতে বিয়ের প্লট

লাহা বাড়িতে তুঁতের পরিচয় কেবলই পরিচারিকা। সেই পরিচালিকা থেকে তার স্বপ্ন পূরণের যে জার্নি, তাই ব্যক্ত হবে উক্ত ধারাবাহিকে। বর্তমানে যেসকল ধারাবাহিকে টিআরপি কম, সেগুলি খুব দ্রুত ইতির খাতায় চলে যায়, নয়তো স্লট পরিবর্তন হয়। যেমন, গাঁটছড়া, তোমার খোলা হাওয়া প্রভৃতি। আর তাই তুঁতের পরিচালকের মধ্যেও এই ভয় রয়েছে। কেমন ভাবে টিআরপি বাড়বে, সেই চেষ্টায় নেমেছে গোটা টিম। আর সেই টিআরপি বাড়াতেই গল্পে কিছুদিনের মধ্যে বিয়ের প্লট আনা হয়েছে। তুঁতের সঙ্গে রঙ্গনের (Rangan) বিয়ে দিয়ে গল্পে এক নতুন মোড় আনলেন লেখক।

রঙ্গনের উপহার ফিরিয়ে দিল তুঁতে

সম্প্রতি তুঁতে’তে এন্ট্রি নিয়েছে খল নায়িকার চরিত্রে মিশমি দাস। তুঁতে ও রঙ্গনের মাঝে সে সর্বদা পাঁচিল তোলার চেষ্টা করছে। দেখা যায়, ফ্যাশন শোতে তুঁতের ডিজাইনের ড্রেসের সুনাম হয় কিন্তু তুঁতের শ্বশুর তুঁতের নাম নেয় না মিডিয়ার সামনে। রঙ্গনের এটা খারাপ লাগলেও সে কিছু করতে পারে না। তবে তুঁতে তার জেদে অটল। সে বিশ্বাস রাখে, একদিন তার নাম ছড়িয়ে পড়বে। লাহিড়ি পরিবারের ব্যবসায় এতো বড় সাহায্যের জন্য রঙ্গন তুঁতেকে একটি উপহার দেয় কিন্তু তুঁতে তা ফিরিয়ে দেয়। তুঁতে জানায়, যেদিন রঙ্গন সকলের সামনে নিজের স্ত্রী হিসাবে তুঁতের পরিচয় দেবে সেদিনই সে সেই উপহার নেবে।

লাড্ডুর আসল পরিচয় জেনে গেল রঙ্গন?

অন্যদিকে আমরা দেখেছি, তুঁতের ভাই লাড্ডু দিদির জন্য তার পরিবারের ড্রাইভারের কাজে যুক্ত হয়েছে। কিন্তু লাড্ডু এখনও তার পরিচয় গোপন রেখেছে। দিদির উপর হওয়া অপমানের বদলা নিতে চায় সে। রাখি বন্ধনের দিন তুঁতে তার ভাইকে রাখি পড়াতে গেলে লাড্ডু দিদিকে বলে, তাকে যেন সে আশীর্বাদ করে সেও যেন তার কাজে সফল হয়। লাড্ডু কি তবে দিদির অপমানের বদলা নিতে নতুন কোনও প্ল্যান করছে? তবে কি এবার রঙ্গনের সামনে লাড্ডুর আসল পরিচয় সামনে আসবে? অনেক দর্শকেরই মনে হচ্ছে, হয়তো ধারাবাহিকে লেখিকা নতুন নতুন ট্যুইস্ট এনে টিআরপি বাড়ানোর চেষ্টায় রয়েছে। তবে তা কতটা সফল হবে, তাই দেখার।

You cannot copy content of this page