“শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যেবাদী!” “পুরুষত্বের প্রমাণ দিন, কুকথা বন্ধ করুন!”—অভিনেতাকে একহাত নিলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী! প্রকাশ্যে আনলেন অভিনেতার পুরনো ভিডিও, খুলে দিলেন ভালো মানুষের মুখোশ!

বহুল বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) মুক্তি পেতে আর মাত্র কয়েক দিন বাকি। ৫ সেপ্টেম্বর মুক্তি দিন ঘিরেও এই ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনার ঝড় বইছে। ছবির রাজনৈতিক প্রেক্ষাপট, ঐতিহাসিক চরিত্ররা এবং সাহসী বিষয়বস্তুর কারণে নানা বিতর্কও সেই শুরু থেকেই মাথাচাড়া দিয়েছে। সব থেকে বেশি প্রশ্ন উঠেছে ছবির অন্যতম মুখ ‘শাশ্বত চট্টোপাধ্যায়ে’র (Saswata Chatterjee) অবস্থান নিয়েও।

তিনি নাকি ছবি নিয়ে শুরু থেকেই মুখে কুলুপ এঁটে রেখেছেন। তবে তার নীরবতা এবার আরও বড় বিতর্কের জন্ম দিল। সম্প্রতি এক সাক্ষাৎকরে শাশ্বত জানিয়েছিলেন, তিনি নাকি পুরো চিত্রনাট্য সম্পর্কে অবগত ছিলেন না। এমনকি ছবির নাম পরিবর্তনের মতো কয়েকটি গুরুত্বপুর্ণ বিষয়ও তার অজানা ছিল। কিন্তু এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী।

তিনি স্পষ্ট বলেছেন, শাশ্বত আসলে সত্যি কথা বলছেন না। বরং তিনি রাজনৈতিক চাপের মুখে পড়ে ছবির থেকে দূরত্ব বজায় রাখছেন। তাঁর অভিযোগ—”শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যেবাদী।” পল্লবীর দাবি, অভিনেতা ছবির চিত্রনাট্য সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন। এমনকি শুটিং চলাকালীন পরিচালককে প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই দৃশ্যই সম্প্রতি পরিচালক জনসমক্ষে প্রকাশ করেন, যেখানে শাশ্বত নিজেই স্বীকার করেছেন যে ছবির চিত্রনাট্য ইতিহাসের গভীর অনুসন্ধানের ভিত্তিতে তৈরি।

ফলে প্রশ্ন উঠছে, এতদিন ধরে যে নীরবতা বজায় রেখেছিলেন, তার আড়ালে আসল রহস্যটা কী? পল্লবীর আরও বক্তব্য, শাশ্বতের এই দ্বিধাগ্রস্ত অবস্থান কেবল ছবির প্রতি অন্যায্য নয়, বরং তাঁর নিজের কেরিয়ার আর ভাবমূর্তিও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। তাঁর কটাক্ষ, “একটু পুরুষত্বের প্রমাণ দিন, আর ছবিটা নিয়ে কুকথা বলা বন্ধ করুন।” তাঁর এই তীব্র মন্তব্য আবারও ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে বিতর্ককে উস্কে দিল।

আরও পড়ুনঃ “আমি নাকি কুৎসিত, অসুস্থ, ক্যামেরার সামনে দাঁড়াতে অযোগ্য…২০০ জনের সামনে হেনস্থা করেছিল!” “ওর সঙ্গে কে কাজ করবে, ওই ঠিক করে!”— ফেসবুক পোস্টে শ্বেতার অতীত আচরণ নিয়ে বিস্ফো’রক দাবি করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী! হু’মকি দিলেন মুখোশ খুলে দেওয়ার!

এদিকে এই বিতর্কের মাঝেই শাশ্বতের সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে কোনও সাড়া মেলেনি। জানা গেছে, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’-এর শুটিংয়ে। ফলে এখনই তিনি এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। কিন্তু মুক্তির আগেই এই দ্বন্দ্ব এবং পারস্পরিক অভিযোগ ছবিটির প্রতি দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।

You cannot copy content of this page