ঘর ওয়াপসি পল্লবীর! জি’র সুপারহিট নায়িকা ফিরছেন জলসাতে! টেক্কা দেবেন রুবেলের নতুন ধারাবাহিককে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem phooler madhu) -তে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sarma)। ‘আলোক-পর্ণা’ চরিত্র হয়ে উঠেছে পল্লবীর জীবনের অংশ, এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। ইতিমধ্যেই খবর জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু শেষ হতে চলেছে। এই সিরিয়ালের নায়ক ‘রুবেল’ শুরু করেছেন জি এর নতুন মেগার শুটিং। তবে এবার চমকপ্রদ খবর, জি ছেড়ে স্টার জলসার (Star Jalsa) নতুন ধারাবাহিকে আসতে চলেছেন পল্লবী! এবং তাঁর বিপরীতে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে।

টেলিপাড়ায় গুঞ্জন ছিল, পল্লবী নতুন কোনো প্রজেক্টের জন্য চ্যানেল পরিবর্তন করতে পারেন। এবার সেই জল্পনাই সত্যি হলো। স্টার জলসার আসন্ন ধারাবাহিকের জন্য তাঁকে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রোমোর শুটিংও সম্পন্ন হয়েছে, যা শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে। টেলিপাড়ায় কানাঘুষো, নতুন চরিত্র ও ভালো স্ক্রিপ্টের খোঁজেই নাকি চ্যানেল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন পল্লবী। তবে কেউ কেউ মনে করছেন, চ্যানেলের ভেতরকার কিছু অভ্যন্তরীণ কারণও থাকতে পারে।

অন্যদিকে, অভিষেক বীর শর্মার জন্যও এটি বড় সুযোগ হতে চলেছে। ছোট পর্দায় আগেও কাজ করলেও, এই প্রথমবার তিনি লিড চরিত্রে আসছেন। ফলে এই নতুন জুটি দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার। যদিও অনেকেই এই কাস্টিং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। এক পক্ষ বলছে, “নায়িকা ভালো স্ক্রিপ্টের জন্য চ্যানেল বদলাতে পারেন, এতে দোষের কিছু নেই”, আবার অন্যরা বলছেন, “জি বাংলার এত বড় হিট সিরিয়াল ছেড়ে নতুন চ্যানেলে কি পারফর্ম করতে পারবেন?”

আরও পড়ুনঃ বাবা হচ্ছে আদৃত! শুভর ক্ষতি করতে এসে আদৃতের কাছে জব্দ হলো সে সেবন্তী!

কেউ বলছেন, “নায়কজি তো এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ঘোরেনই, এবার নায়িকাও জলসায়!” আবার কারও মতে, “পল্লবী দারুণ অভিনেত্রী, নতুন চরিত্রে তাঁকে দেখতে উত্তেজিত!” প্রসঙ্গত পূর্বে স্টার এর ‘মেগা কে আপন কে পর’ এ পল্লবী ছিলেন মুখ্য ভূমিকা ‘জবা’। বেশ প্রশংসা কুড়িয়েছেন এই চরিত্রের নাম l এই নতুন ধারাবাহিক কতটা জনপ্রিয় হবে, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, পল্লবীর নতুন যাত্রা নিয়ে এখন থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে!