জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। সমাজমাধ্যমে ফুলকিকে নিয়ে খুব বেশি চৰ্চা না হলেও, টিআরপি তালিকায় (Trp List) নিজের খেল দেখায় রোহিত-ফুলকি। বরাবর টিআরপি প্রথম তিনে থেকেছে এই মেগা। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের ট্র্যাক।
দর্শকদের আগ্রহ ধরে রাখতে একের পর এক চমক আসছে ধারাবাহিকে। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রচার ঝলক। প্রচার ঝলক দেখে উচ্ছ্বসিত দর্শকমহল। টান টান উত্তেজনায় ভরপুর রুদ্ধশ্বাস পর্ব চলেছে ধারাবাহিকের সাম্প্রতিক ট্র্যাকে।
ফুলকিতে আসছে নতুন চমক, বদলে যাবে ফুলকি
ধারাবাহিকের গল্পের ট্র্যাকে বর্তমানে রোহিত-ফুলকির সামাজিক বিয়ে হচ্ছে। যদিও মন থেকে প্রাক্তন স্ত্রী শালিনীকে ভুলে যায়নি রোহিত। তবে সবকিছু উপেক্ষা করে ফুলকির ভালোবাসাকে মান্যতা দিচ্ছে নায়ক। নায়ক-নায়িকার হ্যাপি এন্ডিং দেখতে উদগ্রীব হয়েছিল দর্শক। তবে স্টুডিও পাড়া সূত্রে খবর, এবার বদলে যাবে ফুলকির প্লট।
মিল হতে গিয়েও আলাদা হবে রোহিত-ফুলকি। উল্লেখ্য , ধারাবাহিকের সাম্প্রতিক প্রচার ঝলকে দেখা যাচ্ছে, রোহিত, শালিনীকে নিজের প্রাণ বিসর্জন দেবে ফুলকি। তবে কী নায়িকার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হবে ধারাবাহিকের গল্প? স্টুডিও পাড়া বলছে অন্য কথা। সূত্রের খবর এবার বদলে যাচ্ছে ফুলকি।
আরও পড়ুন: হয়ে গেল সিঁদুর দান! পরিণতি পেল ফুলকির ভালোবাসা, মন থেকে কী ফুলকিকে স্ত্রী হিসেবে মেনে নিল রোহিত?
তবে চরিত্রের মুখ বদল নয়। ধারাবাহিকের ট্র্যাকে ফুলকি রোহিতের জীবনে ফিরবে অন্য অবতারে। বিপর্যয়ে হারিয়ে যাবে ফুলকি। তারপর স্মৃতিশক্তি হারাবে। তবে গল্প অনুযায়ী আরও একবার এক হবে নায়ক-নায়িকা। এবার হিল জুতো পরে, পটর পটর ইংরেজি বলবে নায়িকা। তারপর ফের নতুন করে শুরু হবে তাদের ভালোবাসার গল্প।
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া