অবশেষে অপেক্ষার অবসান! আবারও নতুন রূপে পর্দায় ফিরছে মন ফাগুনের ঋষি! নিজেই গুড নিউজ দিলেন শন

ধারাবাহিকের পর বর্তমানে নানান সিরিজে কাজ করছেন শন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এসেছে শন ও ঐশ্বর্যর নতুন গল্প ‘হানিমুন’। অভিনেতা শন এই সিরিজে প্রথমবার কাজ করেন। আর সেই সিরিজেরই নায়িকা ছিলেন ঐশ্বর্য সেন। উক্ত সিরিজটি পরিচালনা করছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়।

সিরিজের গল্প এক দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে। দম্পত্তির দুই চরিত্র ঈশান এবং রঞ্জিনী, যেখানে দেখা যাবে শন এবং ঐশ্বর্য-কে। টিআরপি তালিকায় সর্বদা ভাল স্কোর না করলেও, দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল শন বন্দ্য়োপাধ্যায় এবং সৃজলা গুহ অভিনীত স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’।

ঋষি এবং পিহুর কাহিনী প্রথম থেকেই দর্শকদের বেশ প্রিয় ছিল। সিরিয়াল শেষ হয় গিয়েছে গত বছর। আর সেই ধারাবাহিক চলাকালীনই বহুসময় শন এবং সৃজলাকে নিয়ে প্রেমের চর্চা হয়েছে। কিন্তু এ সবই ধামাচাপা পড়ে গিয়েছে সিরিয়াল বন্ধ হওয়ার পর। মন ফাগুনের পর এই দুই নায়ক- নায়িকাকেই তেমন আর দেখা মেলেনি ধারাবাহিকে।

তাই সকল দর্শকই এনাদের ফেরার আশায় দিন গুনছেন। আমরা এতদিন শনকে দেখে এসেছি রোম্যান্টিক ধারাবাহিকে অভিনয় করতে। আবারও নতুন রূপে ফিরছেন অভিনেতা। তিনি ধারাবাহিক থেকে বিদায় নিলেও সিনেমায় তিনি কাজ করেছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি এসেছেন নতুন নতুন রূপে।

বর্তমানে তাঁর বহু ভক্ত আসন্ন কাজ নিয়ে প্রশ্ন করে চলেছেন। এবার তিনি সেসকল প্রশ্নের উত্তর দিলেন। শন জানান, আবারও তিনি ফিরছেন নতুন রূপে। তবে এই মুহূর্তে তিনি কোনও ধারাবাহিকে ফিরছেন না। তাঁর পরবর্তী প্রজেক্ট আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। তাই আবার বড়পর্দায় শনকে দেখার জন্য অপেক্ষায় সকলে।

You cannot copy content of this page