কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে জোর দিচ্ছেন এখন বাংলার টেলি ধারাভাষ্যগুলি। একের পর এক নতুন ধারাবহিককে মাঠে নামাচ্ছেন। আর ওদিকে পুরোনোগুলো হারিয়ে যাচ্ছে টি আর পি লিস্টে। মানুষের সেই সিরিয়ালগুলি মনে থেকে গেলেও লিস্টে হারিয়ে যাওয়ার বিষয়টি বাস্তব। যে কারণে বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকই বেশিদিন টিকছে না। ২০০-৩০০ পর্ব করে চালিয়ে বন্ধ করে দিতে হচ্ছে। এদিকে আবার বহু ধারাবাহিক ২ বছরেরও বেশি সময় ধরে চলছে। কিন্তু যদি ইন্ডাস্ট্রির কাছে কান পেতে জানতে চাওয়া হয় যে এতে কী টিমের কিছু যায় আসে! খবর বলছে না। যায় আসছে না। একের পর এক ধারাবাহিক আসছে এতেই খুশি টিম।
কিন্তু তাবলে একেবারে মাঠে নামার আগেই মিলিয়ে যাবে। সম্প্রতি এরকমই একটি ধারাবাহিকের কথা উঠে এল সোশ্যাল মিডিয়ায়। প্রায় কবর খুঁড়েই বার করা হল এর ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় একজন ফেসবুক গ্রুপে সেই প্রোমো শেয়ার করেছেন। প্রোমো বেরিয়েছিল একটি ধারাবাহিক আসবে বলে। কিন্তু তারপর কেটে গিয়েছে বেশ কিছু সপ্তাহ। এমনকী কেটে গেল অনেকগুলো মাস। অবশেষে কেটে গেল দু – দুটি বছর। এখনও টেলিকাস্ট হয়নি সেই ধারাবাহিক।
ধারাবিকটির নাম হল, রবির নতুন বৌঠান। স্টার জলসার ফেসবুক পেজে এখনও সেই প্রোমো রয়েছে। সেটি শেয়ার করেই একজন লিখেছেন, ‘ ২ বছর হতে চলল। আসতে আসতে পা ভেঙে গিয়েছে বোধয়।’