জি বাংলার (Zee Bangla) এক সময়ের টিআরপি (Trp) টপার মেগা নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। দত্তবাড়ির একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে জমজমাট এই সিরিয়াল। নায়িকা পেশায় সাংবাদিক। তার একের পর এক ধুঁয়াধার কেসের টান টান উত্তেজনায় ভরপুর গল্পের প্রতিটা ট্র্যাক। মাঝে মাঝে সিরিয়ালের মূল চরিত্রের চেয়ে জনপ্রিয়তায় টেক্কা দেয় খুদেরা। তেমনই একজন পর্ণা ও সৃজনের মেয়ে শ্রীপর্ণা।
শ্রীপর্ণার চেয়ে তার পরিচিতি বেশি ‘পুঁটি’ নামে। অল্প সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ছোট্ট মেয়েটি। জনপ্রিয়তার নিরিখে পর্ণা ও সৃজনকেও টেক্কা দেয় সে। তাকে দেখতেই পর্দার সামনে ভিড় জমায় দর্শক।
নিম ফুলের মধু সিরিয়ালের গল্পে আসছে লিপ। এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। সূত্রের খবর, নয়া ট্র্যাকে হতে চলেছে রহস্য, সাসপেন্স ও টুইস্টে ভরপুর। যদিও দর্শকদের পছন্দের কথা ভেবে ছোট্ট পুঁটিকে অর্থাৎ শিশু অভিনেত্রী মাহিকে বাদ দেননি নির্মাতারা।
নিম ফুলের মধু সিরিয়ালের গল্প কয়েক বছর লিপ নিলেও, গল্প থেকে বাদ পড়েননি পুঁটি। বিশেষ ভূমিকায় দেখা মিলবে এই পুঁটিরও। যদিও বর্তমানে পর্ণা ও সৃজনের মেয়ে শ্রীপর্ণার চরিত্রে দেখা মিলছে সোমু সরকারের। তাহলে গল্পে একই সঙ্গে দুজন শ্রীপর্ণা থাকবে কী করে?
আরও পড়ুন: সবার সামনে ধরা পড়ল জিনিয়ার মিথ্যে!আদৃত-শুভর গল্পে নতুন মোড় ‘গৃহপ্রবেশ’-এ, কী হবে এবার?
সূত্রের খবর, পর্ণার সবচেয়ে বড় শক্তি পুঁটি। তাই যেকোনও বিপদে পড়ার আগে পুঁটি যেভাবে মাকে ছোটবেলায় রক্ষা করত, সেই একই ভাবে বড় পুঁটির মাথায় বুদ্ধি দিতে আসবে ছোট্ট পুঁটি ওরফে মাহি।