প্রথমে লক্ষ্মী এবার কি তবে কার্তিক? ফের সুখবরের আভাস দিলেন রাহুল-প্রীতি?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাহুল মজুমদার আর প্রীতি বিশ্বাস। একসময় দুজনেই ব্যস্ত ছিলেন পর্দার আলাদা আলাদা চরিত্রে—রাহুল কখনও রোমান্টিক নায়ক, আবার কখনও দায়িত্ববান পরিবারের ছেলে। অন্যদিকে প্রীতি নিজের মিষ্টি হাসি আর নিখুঁত অভিনয়ে জিতেছেন দর্শকের মন। বাস্তবেও তাঁরা কিন্তু জুটি। বিয়ের চার বছর পর তাঁদের জীবনে আসে এক কন্যা সন্তান, আর সেই মেয়েকে নিয়েই এখন তাঁদের দুনিয়া ঘিরে আছে।

প্রথম সন্তান জন্মের পর থেকেই প্রীতি কিছুটা বিরতি নিয়েছেন কাজ থেকে। ছোট্ট মেয়েকে নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন তিনি। অন্যদিকে রাহুল এখন অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে। পেশার ব্যস্ততার মাঝেও মেয়েকে সময় দিতে ভোলেন না তিনি। পুজোর দিনগুলোয় পরিবার নিয়ে প্যান্ডেল হপিংয়ের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অনুরাগীদের মন ভরে গেছে।

কিন্তু এবারের বিজয়ার দিন যেন নিয়ে এল নতুন এক আলোচনার ঝলক। এক সাক্ষাৎকারে রাহুল–প্রীতিকে একসঙ্গে দেখা যায়। সেখানেই অভিনেতার গলায় শোনা গেল ‘নতুন অতিথি’র ইঙ্গিত। অভিনেতা বলেন, “আমার তো খুব ইচ্ছে রয়েছে আরেকজন আসুক। দুজন মিলে মারপিট করবে, খেলবে, বড় হবে—এটা ভেবেই ভালো লাগে।” তাঁর কথায় স্পষ্ট, মেয়ের পর ছেলেও থাকলে সংসারটা আরও পূর্ণ হবে বলেই মনে করেন তিনি।

তবে প্রীতি এখনই দ্বিতীয় সন্তানের ভাবনায় যেতে নারাজ। হাসতে হাসতেই তিনি বলেন, “রাহুলের সবকিছুতেই দুটো দুটো লাগে। কিন্তু আমি এখন একজনকে নিয়েই সামলাচ্ছি। ওর বয়স এখনও এক বছরও হয়নি। তাই এখনই আরেকজনের কথা ভাবছি না।” নতুন মা হিসেবে তাঁর কথায় ক্লান্তির সঙ্গে একরাশ স্নেহও ঝরে পড়েছে।

রাহুলের চোখে ভবিষ্যতের স্বপ্ন, আর প্রীতির চোখে বাস্তবতার প্রতিফলন—এই জুটির কথোপকথন যেন প্রতিটি দম্পতির গল্পেরই প্রতিচ্ছবি। ভালোবাসার মধ্যে কখনও ইচ্ছে, কখনও দায়িত্ব, কখনও বা ছোট ছোট বিতর্ক—সবকিছুই আছে তাদের জীবনে। তবে একথা অনস্বীকার্য, রাহুল–প্রীতির দাম্পত্য জীবন আজও আগের মতোই উষ্ণ, মিষ্টি আর একেবারে বাস্তবের মতো সুন্দর।

আরও পড়ুনঃ “বাংলা সিনেমায় আদতে কোনও সুপারস্টার নেই! সুপারস্টার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়”— দেব-কুণাল বাগযুদ্ধের মাঝে অদ্ভুত মন্তব্য ব্রাত্য বসুর!

তাদের অনুরাগীরা এখন একটাই প্রশ্ন করছেন—লক্ষ্মীপুজোর পর কি সত্যিই ঘরে কার্তিক আসছে? যদিও প্রীতি এখনই সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি, কিন্তু রাহুলের চোখে যে আনন্দের আভাস, তা দেখেই অনেকে ধরে নিয়েছেন, সুখবরটা হয়তো খুব দূরে নয়। আপাতত ভক্তরা অপেক্ষায়, কবে আবার ছোট্ট পায়ের শব্দে মুখর হবে রাহুল–প্রীতির ঘর।

You cannot copy content of this page