হচ্ছেটা কি? রোশনাইয়ের জীবনে নতুন অতিথির হাতছানি, আদিত্যর সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে নায়িকা!

রোশনাইয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় আদিত্য জি রোশনাইকে(Roshnai) নিয়ে ভাবনায় ব্যস্ত। পরবর্তীতে আদিত্য জি নিজের সঙ্গে করে রোশনাই কে একটি অডিশনে নিয়ে যায়, যাতে রোশনাই কাজটা করতে পারে। অন্যদিকে দেখা যায় জ্যাঠামনি এবং জেঠিমা ঠিক করে মিনিকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। এই ঘটনায় ভেঙে পড়তে দেখা যায় দাদুকে, এবং তিনি বলেন ‘বড় বৌমা আমি তোমাকে নিজে পছন্দ করে এনেছিলাম আমার ছেলের বউ করে। বলেছিলাম এই সংসারটা সারা জীবন এক করে রেখো কিন্তু আমার সেই ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল’। এর উত্তরে জেঠিমা বলেন ‘আমি সবই বুঝতে পারছি বাবা, পরিস্থিতি এমনই হয়ে গেছে আমি চাইলেও তা ঠিক হবে না আমাকে ক্ষমা করে দেবেন’।

দাদু এর পরিপ্রেক্ষিতে বলেন সেরম হলে ‘আমি আর তোমার মা না হয় এ বাড়ি ছেড়ে চলে যাব।’ ছোটু তখন বলে ‘যেতে হলে আমরা চলে যাব তোমরা এ বাড়িতেই থাকবে।’ এই বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তনুশ্রী কে।

রোশনাই, স্টার জলসা, স্টার জলসা সিরিয়াল, star jalsha, Roshnai

অন্যদিকে দেখা যায় অডিশন দিতে এসে কিছুটা নার্ভাস হয়ে পড়েছে রোশনাই। সে বাকি সবার অডিশন দেখতে থাকে তার এই অবস্থা দেখে আদিত্য জি বলেন ‘রোশনাই তুমি যদি ভয় পেয়ে নার্ভাস হয়ে যাও তাহলে কোন ভাবেই তুমি কিন্তু এই কাজটা পাবে না। অভিনয়টা তোমাকে মন দিয়ে করতে হবে।’ রোশনাই কিছুটা আশ্বস্ত হয়, এই কথায়।

উল্টোদিকে আরন্যক(Aranyak) গরিমাকে(Garima) সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছে দেখে সবাই খুশি হয়ে যায় এবং বলে তুমি ফার্স্ট হয়েছো বলে আমাদের কি যে আনন্দ হয়েছে তা বলে বোঝানো যাবে না। উত্তরে গরিমা বলে ‘তোমাদের ছাড়া কিছুই সম্ভব হত না। তোমরা পাশে ছিলে বলেই আমি পেরেছি।’ এরমধ্যে স্বভাবতই মিনি বলে ওঠে ‘ভালো করেছিস তোরা আগে চলে এসেছিস, আগে না আসলে হয় বল আমার তো বিয়ে লালনের সাথে’। আরন্যক কিছুটা ঘাবড়ে গিয়ে জানতে চাইলে ছোটু বলে মিনি ঠিকই বলছে। তারা একে অপরকে পছন্দ করে আর একে অপরের সাথে ভালো থাকে তাতে আমাদের আপত্তি নেই।

আরও পড়ুনঃ শুভ’কে ফাঁসানো হচ্ছে, পিছনে রয়েছে মা! সব সত্যি জেনে গেল আদৃত!

এরপর দেখা যায় রোশনাইকে অডিশনের জন্য ডাকা হয়েছে এবং সমস্ত সিন বুঝিয়ে দেওয়া হয়েছে, রোশনাই মনে মনে তার সামনে আরণ্যককে কল্পনা করতে থাকে। এবং একপর্যায়ে দেখতে পায় সে তার সামনেই দাঁড়িয়ে আছে। শেষে সবাই রোশনাইয়ের অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়ে আদিত্য জি কে ধন্যবাদ দিতে থাকে। সবের মধ্যে রোশনাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে তার এই অবস্থা দেখে আদিত্য জি র সন্দেহ হয় এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় তাতে আপত্তি জানিয়ে রোশনাই বলে তার কিছু হয়নি শুধু মাথা একটু ঘুরিয়ে গেছিল। রোশনাই ও আরণ্য একে অপরকে ভাবতে থাকার মধ্যে দিয়ে পর্বটি শেষ হয়ে যায়। এবার দেখার বিষয় রোশনাই জীবনে কি সত্যিই আসতে চলেছে কোন নতুন অতিথি!