শুভ’কে ফাঁসানো হচ্ছে, পিছনে রয়েছে মা! সব সত্যি জেনে গেল আদৃত!

স্টার জলসার (Star Jalsa) গৃহপ্রবেশ (Grihoprobesh) সিরিয়ালে নতুন পর্বে মাখোমাখো হয়ে উঠেছে শুভ (subho) আর আদৃতের (Adrit) প্রেম। পর্বের শুরুতে দেখা যায় জিনিয়াকে নিয়ে বাড়াবাড়ি করতে দেখে শুভ রেগে যাওয়ায় ঠাম্মি শুভকে বলে আদৃত তারই তার সাথে আদৃতের বিয়ে হয়েছে জিনিয়ার সাথে নয়। তাই যেন সে চিন্তা না করে। এরপর এরপর ঠাম্মি বলে বেশি চিন্তা না করে খেয়ে নিতে।

এরপর সাবু মাখা নিয়ে আদৃতের ঘরে শুভ গেলে, আদৃত শুভর জন্য চিন্তা প্রকাশ করে বলে ‘তুমি খেয়েছ আমার জন্য নিয়ে আসলে যে?’ তারপর শুভ পরে খেয়ে নেবার কথা বললে আদৃত কিছুতেই কথা শোনে না। বরং নিজে হাতে শুভকে খাইয়ে দেয় এবং শুভ আদৃতকে খাইয়ে দেয়।এমনই আবেগঘন মুহূর্তে আদৃত লক্ষ্য করে শুভর মন খারাপ। তাই সে জানতে চায় তার কিছু হয়েছে কিনা তার উত্তরে শুভ বলে তার এখন সব সময় ভয় লাগে এই বুঝি কেউ আদৃতকে তার থেকে দূরে সরিয়ে দেবে। শুভকে বলতে শোনা যায়, ‘জানও তো আদৃত তোমাকে আর আমাকে অনেকেই আলাদা করতে চায়।’

Bengali serial

অন্যদিকে জিনিয়া কিছু একটা মতলব এঁটে নিজে নিজেই খুশি হতে থাকে এবং বলে ‘এই প্ল্যানটা যদি আমি আগে এপ্লাই করতাম তাহলে কি যে ভালো হতো।’ অন্যদিকে শুভর চিন্তা দেখে আদৃতকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি কখনো তোমার হাত ছেড়ে যাবো না।’

পরদিন সকালে দেখা যায় বাড়িতে একটি পার্সেল আসে শুভর জন্য। যে পার্সেলটি নেয় রূপক তারপর শুভ এলে শুভ কে সে পার্সেলটা দিয়ে দেয়। পার্সেল এর মধ্যে ছিল কেক, ফুলের তোড়া, লাভ লেটার, চকলেট, আরো অন্যান্য অনেক কিছু। মনে মনে শুভ ভাবে এটা কোনোভাবেই তা হতে পারে না কিন্তু রূপক বলে পার্সেলটি তারই সে বরং খুলে দেখুক চিঠিতে কার নাম লেখা।

আরও পড়ুনঃ “যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে..” দিদার আচমকা মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের ঝগড়া নিয়ে বিস্ফোরক অহনা!

তারপর বাড়ির একে একে সবাই চলে আসলে রঞ্জিনি গিফট গুলি দেখে বলে ‘বাবা তুই এই বয়সে ও লাভ লেটার গিফট পাস’, এবং একটি লাভ লেটার নিয়ে পড়তে শুরু করে। এরই মাঝে আদ্রিত উপর থেকে নেমে এলে সবাই বলতে থাকে সে কত রোমান্টিক যে বউকে এমন ভাবে উপহার দিয়েছে, এবং তা তে আদৃত নাকোজ করে বলে তার যদি উপহার দিতেই হত তবে সে নিজের হাতে দিত। পার্সেল কেন করবে? সবার কোথাও একটা ভুল হচ্ছে।

অন্যদিকে রঞ্জিনী যে লাভ লেটারটা পড়ছিল তা তে অত্যন্ত ব্যক্তিগত কিছু কথা লেখা ছিল যা দেখে শুভ ও আদৃতের সন্দেহ আরও জোরালো হয়। আদৃত একটি কয়েন দিয়ে বলে এটিতে যদি হেড আসে বুঝবো শুভকে কেউ ফাঁসাতে চাইছে এবং হেড পড়ায় সে আরো আশাবাদী হয়ে শুভর হাত ধরে উপরে নিয়ে চলে যায়। আপাতত পর্বটি এখানেই শেষ হয়। এরপর কি হয় তা জানতে পরবর্তী পর্বে চোখ রাখতেই হবে।

You cannot copy content of this page