সাহেব-সুস্মিতার পর্দার প্রেম গাঢ় বাস্তবেও, রুবেল-শ্বেতার পর এবার বিয়ের পিঁড়িতে কথা-এভি!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি সাহেব ও সুস্মিতা, যাঁরা স্টার জলসার ধারাবাহিক কথা-তে “এভি-কথা” চরিত্রে অভিনয় করছেন, দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁদের রসায়ন এতটাই চমৎকার যে অনুরাগীরা পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা করেন।

দীর্ঘদিন ধরেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, প্রতিবারই দু’জনেই সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন উঠলেও, তাঁরা কেবল পরস্পরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন। তবে সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে মনে হচ্ছে, হয়তো সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে!

Sushmita Dey talk about her relationship

সম্প্রতি সাহেব ও সুস্মিতা নিজেদের বিয়ের ছবি ভাগ করে নেটিজেনদের চমকে দিয়েছেন। হঠাৎ করেই সেই ছবি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, পর্দার বাইরে সত্যিই হয়তো তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন। কিন্তু পরে জানা যায়, এটি তাঁদের ধারাবাহিকের শুটিংয়েরই একটি দৃশ্য। তবুও তাঁদের সম্পর্কের গভীরতা ও রসায়ন দেখে অনুরাগীদের কৌতূহল কমছে না। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে এভি ও কথার সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। গল্প অনুযায়ী, একে অপরের প্রতি গোপনে অনুভূতি থাকলেও তা প্রকাশ করতে পারছে না এভি ও কথা। কিন্তু আচমকাই এভির জীবনে নতুন মোড় আসে, যখন সে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে!

প্রোমো অনুযায়ী, গুহ বাড়িতে বিয়ের আয়োজন পুরোদমে চলছে, তবে কনের পরিচয় রহস্যময়। কথা যখন জানতে চায়, তখনও তাকে কিছু বলা হয় না। কিন্তু ঘটনাচক্রে দেখা যায়, শেষ পর্যন্ত কথাকেই বিয়ে করে এভি! তবে কি সত্যিই তারা এক হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আসলে, এটি ছিল নিছক একটি মজার মুহূর্ত, যার সাক্ষী পুরো গুহ পরিবার। কিন্তু কথা নিজে কিছুই টের পায়নি, এবং এই ঘটনায় তার কী প্রতিক্রিয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।

শুটিংয়ের পর বিয়ের সেই দৃশ্যের ছবি সাহেব ও সুস্মিতা নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তাঁদের অনুরাগীরা ধোঁয়াশায় পড়ে যান, সত্যিই কি তাঁরা বাস্তবে বিয়ে করেছেন, নাকি এটি শুধুই শুটিংয়ের অংশ? যদিও পরে জানা যায়, এটি শুধুমাত্র ধারাবাহিকের কাহিনিরই অংশ, তবুও তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় থামেনি। অনেকেই বলছেন, তাঁদের কেমিস্ট্রি এতটাই অসাধারণ যে বাস্তব জীবনেও তাঁরা একসঙ্গে থাকলে দারুণ লাগবে!

প্রত্যেকবার প্রেমের প্রশ্ন এড়িয়ে গেলেও, এই ঘটনার পর সাহেব ও সুস্মিতার সম্পর্ক নিয়ে আরও বেশি কৌতূহল তৈরি হয়েছে। দর্শকরা এখন অপেক্ষা করছেন, ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় এবং পর্দার জুটির বাস্তব জীবনে কোনো পরিবর্তন আসে কি না!

আরও পড়ুনঃ বছরের শুরুতেই শুটিংয়ে বাধা ! আবারও বয়কট বেঙ্গল টপারের পরিচালক ! বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা, লাইভে এসে জানালেন পরিচালক !