টিআরপিতে নম্বর কম থাকলেও জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha) । এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশন প্রেমীরা এখন মন দিয়ে দেখে চলেছেন এবং যে কারণেই এই ধারাবাহিকটি দেখার প্রতি এখন দারুণ আকর্ষণ অনুভব করছেন দর্শকরা। একটা সময় টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলেও এই মুহূর্তে কিন্তু আবিরও পিছিয়ে পড়েছে ধারাবাহিকটি।
তবে আজও এক শ্রেণীর বাঙালি দর্শকদের কাছে ভীষণ প্রিয় এই ধারাবাহিকটি। বলাই যায়, এই বাংলা ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, স্বামী পরাগকে ডিভোর্স দিয়ে শিকল মুক্ত হয়ে গিয়েছে শিমুল। নিজের প্রাক্তন প্রেমিক শতদ্রুর হাত ধরে নিজের নতুন জীবন শুরুর স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে।
আরো পড়ুন: খুশির খবর সন্ধ্যা-আকাশের জীবনে, শীঘ্রই ঘর আলো করে আসবে কাঞ্জিলাল বাড়ির আসল দাবিদার
শতদ্রু শিমুলকে ভালোবাসলেও একমাত্র ছেলের সঙ্গে শিমুলের বিয়ে দিতে নারাজ শতদ্রুর মা। বিভিন্ন নোংরা নোংরা কথা তিনি শুনিয়েছেন শিমুলকে। আর তাই যেখানে পরিবারের সম্মতি নেই সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিমুল।
ফের শিমুলের কাছে এসে উপস্থিত হয় শতদ্রু। তাকে দেখে শিমুল চলে যাওয়ার কথা বললে শতদ্রু শিমুলকে বলে, তার মা খুবই অন্যায় করেছে। কিন্তু এই অন্যায়ের শাস্তি যেন শিমুল তাকে না দেয়। কিন্তু শিমুল শতদ্রুকে ফিরিয়ে দেয়।
শিমুল শতদ্রুকে বলে, তার মা ঠিক কথা বলেছে। শতদ্রু তার মায়ের একমাত্র ছেলে, আর তাই তাকে ঘিরে অনেক স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। শিমুলের কথা শুনে শতদ্রু দুঃখ পেয়ে শিমুলকে বলে, সে আর কোনদিনও শিমুলকে তার মুখ দেখাবে না। অন্যদিকে পরাগের আশীর্বাদ। এক অদ্ভুত কষ্ট পেতে থাকে শিমুল।
“এত বৌদি বৌদি করছেন কেন?”—অনুরাগীর প্রশ্নে ক্ষেপে গেলেন সায়ক চক্রবর্তী!সুস্মিতা-সব্যসাচীর সম্পর্ক ভাঙনের গুঞ্জনে কী সিলমোহর দিলেন অভিনেতা? স্টার্ট আপ ঘিরেই কি অশান্তি? সায়কের মন্তব্যে জল্পনা তুঙ্গে!