কিছুদিন আগেই স্টার জলসা থেকে বিদায় নিয়েছে মোহর। বেশ কয়েক বছর ধরে চলা এই সিরিয়াল শেষ করে দেওয়া হয় কারণ খুব একটা টিআরপি পাচ্ছিল না এই সিরিয়াল আর হঠাৎ করে অভিষেক চ্যাটার্জী মৃত্যু এই সিরিয়ালের শেষ হওয়াকে খানিকটা ত্বরান্বিত করে।
তবে মোহরকে মিস করছিলেন তার ভক্তরা। মোহরের চরিত্রের সোনামণি সাহা দর্শকের বলে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছিলেন। তবে এই কথা শোনা যায় যে মোহর স্টার জলসাতেই থাকবেন। তাই তার নতুন প্রজেক্ট এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা।
আজ বিকালে হঠাৎ করেই ফেসবুকে তার ভক্তরা লিখতে শুরু করেন যে স্টার জলসায় আসতে শুরু করেছে সোনামণি সাহার নতুন সিরিয়াল এর প্রোমো যার নাম রঙ্গবতী। কিন্তু সত্যিই কি রঙ্গবতী নামে কোন সিরিয়াল স্টার জলসায় আসছে?
এই ভক্তরা দাবি করছেন যে সোনামণি একটি সোনালি রঙের ড্রেস পরে রঙ্গবতী গানে নাচছে এবং তার তলায় লেখা আসছে, এরকম একটি ক্লিপিংস জলসায় দেখানো হয়েছে। তাই তারা অনুমান করছেন যে এই নামেই স্টার জলসার নতুন সিরিয়াল আসছে সোনামণি সাহার। সত্যিটা কি তা জানার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!