জি বাংলার সোনার সংসার (Zee Bangla Sonar Songsar) নিয়ে বিতর্কের শেষ নেই। প্রায় প্রত্যেক ক্যাটেগরির পুরস্কৃতদের নিয়েই বিক্ষুব্ধ দর্শক। সেরা ছেলে হোক কি সেরা বৌমা স্বীকৃতি পাওয়াদের নিয়ে আপত্তি তুলেছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর লেখালেখি। কোন ভিত্তিতে বিচার করেছে জি বাংলা? প্রশ্ন তুলছেন টেলি অনুরাগীরা।
জি বাংলার সোনার সংসারে সেরা বর বিভাগে সৃজনের পুরস্কার জয় নিয়ে জলঘোলা কম হয়নি। ধারাবাহিকে মোটেই সেরা বরের দায়িত্ব পালন করে না সৃজন। আর তার হাতেই নাকি উঠল সেরা বরের ঝকঝকে সন্মান? অভিনেতা রুবেল নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। কিন্তু সৃজন চরিত্রটি নয়। দত্তবাড়ির কলের পুতুল আদুরে সৃজন কতটুকু পাশে থাকে পর্ণার? প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে।
সেরা বরের পর এবার সেরা বৌমা ক্যাটেগরি নিয়ে অসন্তোষ বাড়ছে নেটপাড়ায়। জি বাংলার সিদ্ধান্ত মতো সেরা বৌমা স্বীকৃতি পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের শিমুল। যা নিয়ে একটুও খুশি নন টেলি দর্শক। তাঁদের কথায় দয়ার অবতার শিমুল নয় এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিল নিম ফুলের মধুর পর্ণা।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটির টিআরপির যথেষ্ট চড়া। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই মেগাটি।দর্শকদের মতে ধারাবাহিকে আলোকপর্ণার বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করতে হয়। যেভাবে সে বারং-বার দত্তবাড়ি আর সৃজনকে রক্ষা করছে সেই দক্ষতা আর কারোর নেই। তাই সেরা বৌমা বলতে হলে একশো শতাংশ ভোট যাবে পর্ণার দিকেই।
আরো পড়ুন: তিনমাস ধরে নেই কাজ! বর্তমানে ধারাবাহিকে কাছের অসহনীয় পরিস্থিতি নিয়ে অকপট অভিনেত্রী মানসী সিনহা
অন্যদিকে দয়াময়ী শিমুল বর্তমানে মোটেই বাড়ির বৌমাটি নন। পরাগের সঙ্গে ডিভোর্স হয়েছে তাঁর। তা সত্ত্বেও শ্বশুরবাড়ির মায়া ছাড়েনি সে। ফলাফল মিলেছে হাতেনাতেই। হাজারো অপমান সয়ে সেই শাশুড়ি-স্বামীর পাশে দাঁড়িয়েছে দয়ার অবতার। আর তাতেই কিনা সেরা বৌমা শিমুল! জি বাংলার বিচার দেখে বাহবার বদলে ক্ষোভ উগরেছেন টেলি দর্শক।