অন্তঃসত্ত্বা অবস্থাতেই নায়িকা হচ্ছেন শ্রীপর্ণা! আসছে অভিনেত্রীর নয়া সিরিয়াল?

টলিপাড়ার জনপ্রিয় মুখ শ্রীপর্ণা রায় (Sriparna Roy) অবশেষে বড় বিরতির পর কাজে ফেরার সুখবর দিলেন। বিয়ের পর এক বছরেরও বেশি সময় তিনি পরিবারকে দিয়েছেন। এই সময়ে ছোট পর্দা থেকে দূরে থাকলেও, দর্শক-ইন্ডাস্ট্রির ভালোবাসা তিনি মনে রেখেছেন। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের নতুন ধারাবাহিকে তার ফেরার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

বিয়ের পর শ্রীপর্ণার সময় কেটেছে দুই পরিবারকে এক সুতোয় বেঁধে। অভিনেত্রী জানিয়েছেন, দাম্পত্য জীবনের প্রথম বছর দায়িত্ব নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। একাধিক কাজের প্রস্তাব এলেও তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্তেই অটল ছিলেন। তবে এবার তিনি নিশ্চিত করেছেন, কাজের ফ্লোরে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।

শ্রীপর্ণা মনে করেন, কাজের পেছনে দৌড়ানোর চেয়ে নিজের প্রতি বিশ্বাস রাখাই তার সাফল্যের চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ও দর্শকদের ভালোবাসাকেই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। যদিও সংসার জীবনের মধুরতায় ডুব দিলেও অভিনয়ের জন্য তার মন যে মাঝে মাঝে ছটফট করত, তা অকপটেই স্বীকার করেছেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন, পরিবারের দায়িত্ব এবং কাজের ভারসাম্য বজায় রাখাই তার প্রধান লক্ষ্য। তাই এবার এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে তিনি নিজের কাজ এবং পরিবার দুটোই সামলাতে পারবেন। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের নতুন প্রজেক্টে তিনি শিগগিরই ফিরছেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন শ্রীপর্ণা।

আরও পড়ুন: বিয়ের প্রস্তুতির মাঝেই বাড়ছে সম্পর্কের টানাপোড়েন! শুভলক্ষ্মীর প্রতি নিজের অনুরাগ টের পাচ্ছে আদৃত, জমজমাট গৃহপ্রবেশের আজকের পর্ব

শেষবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে দেখা গিয়েছিল শ্রীপর্ণাকে। এরপরে বিয়ে এবং সংসার জীবনে মন দেন তিনি। তার স্বামী শুভদীপ ভট্টাচার্য পেশায় চিকিৎসক। প্রেমপর্বের পরে ২০২৩ সালের ডিসেম্বর মাসে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এবার দেখার, তার অভিনয় জীবনের নতুন অধ্যায় দর্শকদের কতটা মুগ্ধ করে।

You cannot copy content of this page