নাটকের আর শেষ নেই! দীপার বড় জামাই এবার ভিলেন! রূপার প্রতি কৃষ্ণর ভালোবাসা জেনেই বড় সিদ্ধান্ত সোনার! গল্প আর নেওয়া যাচ্ছে না আর্জি দর্শকদের

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দর্শকদের চমকে দিতে বরাবরই দক্ষ। গল্প যত এগোচ্ছে, ততই নতুন নতুন মোড় আসছে সূর্য-দীপার জীবনে। সম্প্রতি ১০০০ পর্বের মাইলফলক ছুঁয়েছে এই ধারাবাহিক। ঠিক সেই সময়ই সূর্য-দীপার বিয়ের ২০ বছর উদযাপন হয় আর সেখানেই জানা যায় তাঁদের মেয়ে সোনা এবং রূপা, কৃষ্ণ নামক একটি ছেলের সঙ্গে ত্রিকোণ প্রেমের (Love Triangle) সম্পর্কে জড়িয়েছে!

এবার ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সম্প্রতি দেখানো হয়েছে, রূপা ও সোনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কৃষ্ণকে ভালোবাসে রূপা, কিন্তু সেটাই যেন সোনার মনে অস্বস্তি তৈরি করেছে। এই ভালোবাসার মাঝেই এমন এক সিদ্ধান্ত নিয়ে নেয় সোনা, যা সকলকে হতবাক করে দেয়! প্রোমোতে দেখা যাচ্ছে, চারপাশে উলুধ্বনির শব্দ।

১০০০ পর্ব

আর পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে কার জন্যে জানতে। দীপা, সূর্য কেউই বুঝতে পারছে না, হঠাৎ কী ঘটল! দীপা কৌতূহলী হয়ে জানতে চাইছে, কাকে কে বিয়ে করল? দীপার সৎ মা উচ্ছ্বসিত হয়ে জানায়, তার জামাই এসেছে! এরপর দেখা যায়, বেনারসি পরে বউয়ের সাজে মাথা ভর্তি সিঁদুর নিয়ে ঘরে ঢুকছে সোনা! অথচ, পরিবারের কেউই কিছু জানত না?

এই পরিস্থিতিতে বোনকে দেখে রূপা স্পষ্টই সোনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়, “এটা কী করলে তুমি, হিংসুকুটি?” কিন্তু সোনা কোনও উত্তর না দিয়ে বরং তাকে ধমক দেয়। রূপার প্রশ্নের বদলে সোনা বলে ওঠে, “একদম চুপ করো! কোনো কথা বলবে না তুমি।” সূর্যও রেগে গিয়ে সোনাকে প্রশ্ন করে, কেন সে পরিবারকে কিছু না জানিয়ে এই সিদ্ধান্ত নিল! তবে সবচেয়ে বড় ধাক্কা তখনই আসে,

যখন সোনার বর নিজেই বলে ওঠে, “এবাড়িতে লক্ষী এসেছে! আমি এই বাড়িতেই থাকব, ঘর জামাই হয়ে!” এমন ঘোষণায় দীপা পুরোপুরি হতভম্ব! সে স্পষ্ট জানিয়ে দেয়, মেয়েরা ঘরে লক্ষ্মী হয়ে আসে, কিন্তু ছেলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়! তাতেই সোনার স্বামী বলে, “আমিও তো তোমার ঘরেরই জামাই, লক্ষ্মী না হলেও সমস্যা কোথায়? সোনা তো এই বাড়ীর লক্ষী!”

আরও পড়ুনঃ “ঘুষি মেরে ঠিক করেছি, নোংরামির শাস্তি এটাই!” মাচা শো-তে গিয়ে কেন রীতিমতো মারমুখী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! পেটালেন ভক্তকে

কে এই রহস্যময় ব্যক্তি? সে কি মিশকার ছেলে? নাকি অন্য কেউ? কেন হঠাৎ এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিল সোনা? এর পেছনে দুজনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের সব উত্তর পেতে হলে চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়া-তে! মহাশনি ও রবিবার, ৫ ও ৬ এপ্রিল, রাত ৯:৩০-এ স্টার জলসার পর্দায়, কারণ এবার আসছে আরো একটা নতুন চমক!

You cannot copy content of this page