স্টার জলসার নতুন সিরিয়াল থেকে বাদ গেল সবচেয়ে সুন্দরী নায়িকা! জেনে নিন নাম

নতুন বছরে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে থাকছে একগুচ্ছ নতুন ধারাবাহিকের ছড়াছড়ি। নতুন নতুন জুটি বাঁধছেন তারকরা। তবে টিআরপি রেটিং (TRP) একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের বিনোদন চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় এক নম্বর স্থান। দর্শকদের পছন্দকেই প্রায়োরিটি দিচ্ছে সব চ্যানেল।

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। চ্যানেলগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। পরস্পরকে টেক্কা দিতে, চ্যানেলগুলোতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট। বন্ধ হচ্ছে সিরিয়াল।

স্টার জলসায় আসছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক ‘বোধন’। এই সিরিয়ালে নায়ক হিসেবে ঠিক করা হয়েছিল নীল ভট্টাচার্যকে। কিন্তু বড় বাজেটের ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এর পর এখনই নতুন ধারাবাহিকে নীলকে আনতে চাইছে না চ্যানেল। অন্যদিকে, টেলিপাড়ায় জোড় জল্পনা নায়িকার ভূমিকায় এই ধারাবাহিকে দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে। কিন্তু তিনিও এবার বাদ পড়েছেন। বদলে আসবেন অন্য নায়িকা। আর নতুন নায়িকাকে নিয়ে স্টারের পক্ষে থাকবে নতুন নতুন চমক।

এর আগে শ্রাবণীকে দেখা গিয়েছিল ‘মাধবীলতা’ ধারাবাহিকে। কিন্তু টিআরপির অভাবে তিন মাসেই বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল। কিন্তু ছোট পর্দার মাধবীলতা মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তবে এবার ‘মাধবীলতা’ শেষ হয়ে যাওয়ার আক্ষেপ পূরণ করতেই ফের শ্রাবণী ফিরতে চলেছেন একই চ্যানেলে।

প্রসঙ্গত, চোরাচালানকারীদের কারবার বন্ধের কাহিনি নিয়েই বোনা হয়েছিল এই ধারাবাহিকের প্লট। প্রকৃতিবান্ধব আদিবাসী মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবণী। চোরাচালান রুখতে পুরুষদের সঙ্গে মারামারিও করতে হয়েছিল শ্রাবণীকে। তিনিই গল্পের হিরো। আদিবাসী মেয়ের চরিত্র নিখুঁত ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পুরলিয়ার ভাষাও রপ্ত করেছিলেন

You cannot copy content of this page