স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। একের পর এক ট্যুইস্ট এনে রীতিমতো কামাল করছে ‘দুই শালিক’। ধারাবাহিকের আগের পর্ব গুলি ছিল ভারী মজার। দুই বোনের অদল বদল বেশ পছন্দ করছিলেন দর্শকেরা। তবে এবার ঘুরলো মোড়। আঁখির সঙ্গে কালিপদর বিয়ে ঠিক করল প্রিয়রঞ্জন।
‘দুই শালিক’ আজকের পর্ব ১২ নভেম্বর | Dui Shalik Today Episode 12 November
ধারাবাহিকের আগের পর্বে দেখা গিয়েছে আঁখি এবং ঝিলিক দুজনেই পড়েছে ঘর বিপদে। কারণ, প্রিয়রঞ্জনের ষড়যন্ত্রে ঝিলিকের বস্তিতে লেগেছে আগুন। ছাতা বাড়ি থেকে বস্তিবাসী মানুষদের বাঁচাতে ছুটে গিয়েছে ঝিলিক। এতদিন সে আঁখির জন্য লড়ে গিয়েছে। আর আঁখি ঝিলিক হয়ে তাঁর বস্তির মানুষদের সামলে এসেছে।

এদিকে দেখা যায়, ঝিলিকের মা খুব অসুস্থ। এই আগুন লাগার ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ঝিলিকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিন্তিত অবস্থায় ঝিলিক মায়ের সুস্থতা কামনা করে। ঝিলিক ছাতা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে বলে আঁখিকে আবার সেখানে যেতে হয়েছে। আর সেখানে গিয়েই ভয়ানক বিপদের সম্মুখীন সে।
আঁখি শান্তশিষ্ট মেয়ে। প্রতিবাদ করে না। মুখ বুজে সবকিছু সহ্য করে। কিন্তু ঝিলিক ছিল উল্টো। তাই অনেকদিন পর ঝিলিকের বদলে সত্যি সত্যি আঁখি যখন ছাতা বাড়ির মানুষজন দের সামনে উপস্থিত হয়, তখন তাঁদের মনে হতে থাকে এ যেন আগের আঁখি ফিরে এসেছে। আর সেটাই পরীক্ষা করতে আঁখিকে মারতে যায় তারা। আর তখন সেখানে চলে আসে প্রিয়রঞ্জন। আর বলে, আজকে আঁখির বিয়ে।
আরও পড়ুন: “রোজ ম’দ খেয়ে মা’রত, আমরা তিনজনেই শে’ষ হয়ে যেতাম…” দুই মেয়েকে নিয়ে কঠিন ল’ড়াই লড়েছেন শতরূপা সান্যাল
সন্ধ্যায় আঁখির বিয়ে বলে এই দিন আঁখির উপর কেউ হাত তুলবে না। সবাই জানতে চায় হঠাৎ করে আঁখির বিয়ে কি করে ঠিক হয়ে গেল! কার সঙ্গে আঁখির বিয়ে হচ্ছে? তখন প্রিয়রঞ্জন বলে আঁখির বিয়ে হচ্ছে কালিপদর সঙ্গে। গৌরবের মা আঁখির এই করুণ পরিণতির কথা কিছুতেই মেনে নিতে পারে না। তিনি এই বিয়েতে বাধা দিতে চান। আর গৌরবও এই বিয়ের বিপক্ষে। এখন দেখা যাক শেষ মুহূর্তে বোনকে বাঁচাতে ঝিলিক ছুটে আসে নাকি।






‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়