চিত্রার কা’রসাজি! কথা ও সঞ্চিতাকে আগলে বাঁ’চালো অগ্নি! প্রমাণ হলো সঞ্চিতাই অগ্নির আসল মা
স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। এই ধারাবাহিকের গল্প দর্শক মহলে সমাদৃত।ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও তাঁরড় অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) তুলকালাম করছে। সপ্তাহের টিআরপি তালিকায় ধারাবাহিকের নম্বর যথেষ্ট ভালো। বেঙ্গল টপারের শিরোপা জয়ের মাধ্যমে নতুন মুকুট পড়ছে ‘কথা’।
‘কথা’ আজকের পর্ব ৩০শে অক্টোবর | Kothha Today Episode 30th October
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথায় দেখা যাচ্ছে, নায়িকা কথা ফিরিয়ে এনেছে অগ্নির মা সঞ্চিতাকে। কিন্তু সঞ্চিতা ফিরে আসতেই দারুন বিপদে পড়েছে চিত্রা। বারবার করে সঞ্চিতা আর কথার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে সে। এর আগেও সে কথাকে আর জুনিকে মারার তাল করেছিল।
ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে, বিজয়ার কারণে বাড়িতে উৎসবের আমেজ। খুব সুন্দর করে সেজেছে কথা এবং সঞ্চিতা। কিন্তু সঞ্চিতা যে অগ্নির আসল মা সেটা এখনো প্রমাণিত হয়নি। আর চিত্রা বারবার করে চেষ্টা করছে সবাইকে ভুল বোঝানোর। কিন্তু কথা যেভাবেই হোক না কেন প্রমাণ করবে সঞ্চিতাই আসলে অগ্নির আসল মা। এদিকে, সঞ্চিতার স্মৃতি হারিয়ে গিয়েছে। তাই তার কিছুই মনে নেই।
ধারাবাহিকের পর্বে দেখা যায়, সঞ্চিতা খুব সুন্দর করে আলপনা দিয়েছে। এত সুন্দর করে আলপনা একমাত্র অগ্নির মা দিত। আর তাই না দেখে অগ্নি ঘোষণা করে দেয়, সঞ্চিতাই আসলে তার মা। আর কেউ যেন সঞ্চিতাকে কোন অপমান না করে। আর কেউ যেন না বোঝাতে আসে সঞ্চিতা অগ্নির মা নয়। ঠিক এমন সময় চিত্রা বলে, এই আলপনা দেওয়া সঞ্চিতাকে সে শিখিয়ে দিয়েছে। তাই এত সুন্দর করে আলপনা দিতে পেরেছে সঞ্চিতা।
আরও পড়ুন: অফস্ক্রিনে অন স্ক্রিন বাবা-মেয়ের দারুণ বন্ধুত্ব ! সাইনার বাবা হয়ে উঠেছেন সাগ্নিক
কথা সঞ্চিতাকে জিজ্ঞাসা করে, সঞ্চিতা কি কারোর থেকে এই আলপনা দেওয়া শিখেছে? তখন সঞ্চিতা উত্তর দেয় সে নিজে নিজেই আলপনা দিয়েছে। কিন্তু সঞ্চিতা কথাকে বলে, চিত্রার বিপক্ষে সে যেন কোন কথা না বলে। এরপর দেখা যায়, কথা সঞ্চিতার জন্য চিন্তা করছে। চিত্রা বারবার সঞ্চিতাকে অপমান করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে, কথা আর সঞ্চিতাকে সরিয়ে দেওয়ার জন্য ভয়ংকর এক কারসাজি করে চিত্রা। শেষ পর্যন্ত চিত্রার ষড়যন্ত্র সফল হয় না। কারণ অগ্নি সঞ্চিতা ও কথাকে বাঁচিয়ে নেয়।