স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় মন্দিরে দাঁড়িয়ে নিজের মনের কথাটা জানিয়ে দেয় নতুন। সে কমলিনীকে বলে দেয়, ডলকে বিয়ে করবে না। এদিকে কমলিনীর জন্মদিন নিয়ে বরাবর মাতামাতি করে নতুন, এবছরের পরিস্থিতির কথা মাথায় রেখে কমলিনী অনুরোধ করে কিছু না করতে। কী পরিস্থিতি, সেটা জানতে চায় নতুন।
কমলিনী জানায়, এই বছর তাঁর স্বামী আছে বাড়িতে। সে যতই প্রতারক হোক না কেন, তাঁর সামনে এসব করলে নিজেকেই ছোট লাগে আর নতুনকেও অনেককিছু শুনতে হতে পারে। কমলিনী বলে, তাঁর আর ওই বাড়িতে থাকতে ভালো লাগে না। সে চলে যেতে চায়, কিন্তু নতুন জানিয়ে দেয় যে তাঁর জীবন থাকতে ওই বাড়ি দিয়ে কোথাও যেতে দেবে না। কমলিনীর আফসোস, নিজের বাড়ি থাকতেও নতুনকে অন্য জায়গায় থাকতে হচ্ছে।
নতুনের কোনও আফসোস নেই, সে মনে করে এক ছাদের তলায় না থাকলেও তারা একই আত্মা। পূজো দিয়ে বাপের বাড়ি যায় কমলিনী, সঙ্গে নতুন, কুর্চি আর মিঠি। অন্যদিকে বাপের বাড়িতে আগে থেকেই উপস্থিত হয় অন্যন্যা আর প্লুটো, মৌয়ের সঙ্গে বিয়ের পাকা কথা বলতে। ডলকে না দেখতে পেয়ে কমলিনীর বাবা জিজ্ঞেস করতেই অন্যন্যা বলে, নতুনের সঙ্গে থাকার জন্য ফ্ল্যাট খুঁজতে গেছে।
অন্যন্যা একইসঙ্গে কমলিনীকে খোঁচা দিয়ে বলে, প্রতারকের খপ্পরে পড়ে বাড়ি হারিয়েছে নতুন। তাই নতুন সংসার পাততে হলে তো জায়গা লাগবেই। এরপর কমলিনীর দাদা প্রতিবাদ করে বলেন, প্রতারকের পরিবারে তাহলে অন্যন্যা কেন নিজের ছেলের বিয়ে দিচ্ছে? কোনও উত্তর থাকে না অনন্যার কাছে। এরইমধ্যে হাজির হয় কমলিনীরা। মিঠিকে দেখেই ইচ্ছা করে মৌয়ের মা অনেক কিছু শোনাতে থাকেন।
আরও পড়ুনঃ খাতায় কলমে দেবলীনা এখনও স্ত্রী, হয়নি ডিভোর্স! দুই দশকের ছোট প্রেমিকাকে নিয়ে তথাগতর ‘বেহায়াপনা!’ ‘রাস’ ছবির সাকসেস পার্টিতে তথাগত-আলোকবর্ষার নির্লজ্জ ঢং দেখে ক্ষোভ নেটপাড়ার! ‘আপনি তো কাঞ্চনের থেকেও অধম’ কটাক্ষ নেটিজেনদের
মিঠিকে বলা হয় অতীতে যা কিছু ছিল প্লুটোর সঙ্গে, তার রেশ যেন মৌয়ের বিয়েতে না পড়ে। মিঠি প্রতিবাদ করে বলে, অতীতে যা কিছু হয়েছে সেটা ভোলা সম্ভব হলেও মৌয়ের আঘাত আর অন্যন্যার অপমান সে ভুলতে পারবে না। এরপর মিঠিকে অনন্যা অভদ্র বলতেই রেগে যায় কমলিনী আর নতুন। অনন্যা ডলের প্রসঙ্গ তুলতেই, নতুন স্পষ্ট করে জানিয়ে দেয় যে তাঁর পক্ষে ডলকে বিয়ে করা সম্ভব নয় আর।