২০২৪ সালের এপ্রিল মাসে স্টার জলসার পর্দায় জমকালো এন্ট্রি নিয়েছিল ‘রোশনাই’ (Roshnai) । রাত ৮:৩০-তে প্রাইম টাইমে সম্প্রচার শুরু হয়েছিল, আর ট্যাগলাইনই ছিল— “ভালোবাসার নতুন সংজ্ঞা”। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দর্শকরা বুঝে গেলেন, এই ভালোবাসা তো একেবারে প্যাকেজ ডিল! যেখানে নায়ক কখনও রোশনাইয়ের হাত ধরে, তো কখনও গরিমার। একদিকে প্রেম, অন্যদিকে সংসার—সবমিলিয়ে আরণ্যকের কীর্তিতে দর্শকরা রীতিমতো হা-হুতাশ করতে করতে শেষমেশ ধারাবাহিকটাই বন্ধ করার ডাক দিলেন!
প্রথমদিকে রোশনাই আর আরণ্যকের সম্পর্ক বেশ অন্যরকম ছিল, একটু টানটানও ছিল। কিন্তু যত পর্ব এগোতে থাকল, ততই গল্প গুলিয়ে গেল। একদিকে স্ত্রী গরিমা, অন্যদিকে ‘স্পেশাল ফ্রেন্ড’ রোশনাই, এই দুই নারীর মাঝে আরণ্যক যেন পেন্ডুলাম! একবার এদিকে দুলছে, একবার ওদিকে! এই দ্বিচারিতা বেশিদিন টানতে পারলেন না দর্শকরা। এদিকে রোশনাইয়ের চরিত্রে অনুষ্কা গোস্বামীর অভিনয় নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল। এতদিন ধরে দেখে আসা দুঃখিনী নায়িকাদের মধ্যে তিনিই বোধহয় সবচেয়ে বেশি ‘এক্সপ্রেশন-শূন্য’ ছিলেন!
ফলে সমাধান খুঁজতে প্রযোজকরা অভিনেত্রী বদলানোর সিদ্ধান্ত নিলেন, এরপর আসে ‘বদল’ যুগ! রোশনাই চরিত্রে অনুষ্কার জায়গায় চলে এলেন ‘তিয়াসা লেপচা’, সঙ্গে ধারাবাহিকের সময়ও পরিবর্তন করে রাত ১০টায় ঠেলে দেওয়া হলো। কিন্তু ভাগ্য বদলাতে পারল কই! টিআরপি তালিকায় শীর্ষস্থান তো দূর, ধারাবাহিকের অস্তিত্বই হারিয়ে যেতে বসেছিল। কারণ দর্শকরা ইতিমধ্যেই এই সম্পর্কের রসায়ন দেখে হাঁপিয়ে উঠেছিলেন।একদিকে পরকীয়া, অন্যদিকে অনন্ত সংসার টানাটানি—এসব দেখে দর্শকরা সমাজ মাধ্যমে মিম বানিয়ে বললেন, ‘এটা সিরিয়াল না, এটা ধৈর্যের পরীক্ষা’!
এদিকে, প্রযোজকরা বহু চেষ্টা করেও দর্শকদের মন ফেরাতে পারলেন না। রোশনাই কি এক্স হবে নাকি ওয়াই? গরিমা কি আরণ্যকের সাথে সংসার করবে নাকি নায়ককে চিরতরে বিদায় দেবে? এসব টানাপোড়েনে সিরিয়ালের গল্প কোথায় যাচ্ছে, সেটা কেউই বুঝতে পারছিল না! শেষমেশ ধারাবাহিকের এক বছর পূর্ণ হতেই “গুডবাই” বলার সিদ্ধান্ত নিলো চ্যানেল। শোনা যাচ্ছে, আইপিএল শেষ হলেই নতুন ধারাবাহিকের ঘোষণা হবে, আর সেই সঙ্গেই রোশনাইয়ের বিদায়ের ঘণ্টা বাজবে!
আরও পড়ুনঃ নাটকের আর শেষ নেই! দীপার বড় জামাই এবার ভিলেন! রূপার প্রতি কৃষ্ণর ভালোবাসা জেনেই বড় সিদ্ধান্ত সোনার! গল্প আর নেওয়া যাচ্ছে না আর্জি দর্শকদের
এত কিছু সহ্য করেও শেষরক্ষা হল না! দর্শকদের মতে, এই গল্পের মূল সমস্যা ছিল “একটা সিরিয়ালকে প্রেম-সংসার-পরকীয়া দিয়ে কতদূর টানা যায়?” এই প্রশ্নের উত্তর খোঁজা। তবে উত্তর পেল না কেউই। যাই হোক, আরণ্যকের প্রেমের দ্বন্দ্ব আর রোশনাই-গরিমার দীর্ঘশ্বাস থেকে মুক্তি পেতে চলেছে দর্শকরা! এবার প্রশ্ন একটাই—স্টার জলসার পরবর্তী ধারাবাহিকে আরণ্যকের মতো আরেকজন পেন্ডুলাম-নায়ক তৈরি হবে না তো?