নতুন ধারাবাহিক আসার আগেই বিদায় নিতে হচ্ছে পুরনোদের। দর্শকের মন জয় না করতে পারলে রেহাই নেই, সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিল ‘তেঁতুলপাতা’ (Tentulpata)। এক বছরও কাটল না, তার আগেই নাকি বিদায় ঘন্টা বাজতে চলেছে এই ধারাবাহিকের। ‘বুলেট সরোজিনী’র (Bullet Sarojini) পরে স্টার জলসার এই ধারাবাহিকও শেষের মুখে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও অফিশিয়ালি কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত, তবে ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন ক্রমশ জোরাল হচ্ছে। কবে হতে পারে শেষ সম্প্রচার?
প্রসঙ্গত, প্রথমদিকে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক শুরু হওয়ার সময় ঋষি ও ঝিল্লির রসায়ন নজর কাড়ে দর্শকদের। নায়িকার নতুন মুখ, নতুন গল্প— সবকিছু মিলিয়ে শুরুটা ছিল দারুণ আশাব্যঞ্জক। কিন্তু সেই গতি ধরে রাখা গেল না, সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে ধারাবাহিকের। টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি ধারাবাহিক, আর সেই কারণেই হয়তো চ্যানেলের তরফে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতাব্রতা দে। গৌরবের ক্ষেত্রে দর্শকদের একটা স্থায়ী ফ্যানবেস থাকলেও, এই ধারাবাহিকে তাঁকে ঘিরে সেরকম উন্মাদনা তৈরি হয়নি। অন্যদিকে, নবাগতা ঋতাব্রতার অভিনয় নিয়েও দর্শক খুব একটা উত্তেজিত ছিলেন না, গল্পের গতি নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। ধারাবাহিকের মাঝপথে টানাপোড়েন, চরিত্রের অপ্রাসঙ্গিক ট্র্যাক— সব মিলিয়ে দর্শকদের অনেকে আগ্রহ হারিয়েছেন।
এর আগেও শোনা গিয়েছিল যে ‘তেঁতুলপাতা’ নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তবে সেই খবর ছিল নিছক জল্পনা। কিন্তু এবার চ্যানেলের অন্দরমহল থেকে শোনা যাচ্ছে, আগস্ট মাসেই নাকি শেষ হয়ে যাবে এই ধারাবাহিকের যাত্রা। এদিকে ইতিমধ্যেই শেষ হয়েছে ‘বুলেট সরোজিনী’র শুটিং। শুরুতে ছয় মাসের গল্প নিয়ে তৈরি হলেও আড়াই মাসের বন্ধ হয়ে গেল ধারাবাহিকটি। যদিও ‘তেঁতুলপাতা’র নির্মাতারা এখনও চুপ, দর্শকেরা তাই দ্বিধায়। তারা অপেক্ষায়, শেষ পর্যন্ত ‘তেঁতুলপাতা’র ভাগ্যে কী লেখা আছে।
আরও পড়ুনঃ “পুরুষতন্ত্রকে জবাব দিতে ভয় নেই আমার, উত্তর আমি দেবো!” “বাঁকা কথার উত্তর না দিলে অস্বস্তি লাগে!”— সন্দীপ্তার স্পষ্ট বার্তা! অভিনয় ছাপিয়ে বাস্তবেও প্রতিবাদী অভিনেত্রী!
বাংলা টেলিভিশনের বর্তমান ট্রেন্ড অনুযায়ী, মেগা সিরিয়াল হলেও, কিছুই স্থায়ী নয়। নতুন গল্প, নতুন মুখ— সব সময় চাহিদার তালিকায় উপরের দিকে থাকে। শুরুর দিন থেকেই টিআরপি তালিকায় দাগ না কাটতে পারলে, শেষ পর্বের জল্পনা শুরু হয়ে যায়। সেই জায়গায় ‘তেঁতুলপাতা’ ঠিক কোথাও যেন থেমে গিয়েছিল। এখন দেখা যাক, বিদায়ের খবর যদি সত্যি হয়, তবে তার জায়গায় কোন নতুন ধারাবাহিক স্টার জলসায় জায়গা করে নেয়।