শুরুতেই ধাক্কা! মাঝপথেই বন্ধের মুখে স্টার জলসার ‘বুলেট সরোজিনী’! একাধিক পরিবর্তনের পরও আশানুরূপ সাড়া নেই, দর্শকদের মন ভরাতে পারছে না ধারাবাহিক! কবে হতে পারে শেষ সম্প্রচার?

স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini) শুরু হয়েছিল চলতি বছরের ৫ মে। নতুন মুখ, নতুন জুটি এবং নতুন ধাঁচের গল্প নিয়ে ধারাবাহিকটি প্রথমে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করলেও, সেই কৌতূহল দীর্ঘস্থায়ী হয়নি। খুব অল্প সময়েই ধারাবাহিকটি ঘিরে তৈরি হয় নানা বিতর্ক ও সমস্যা। শুরুতেই চরিত্র নিয়ে দর্শকের অসন্তোষ, এরপর কলাকুশলীদের পরিবর্তন—সব মিলিয়ে ধারাবাহিকটি যেন শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, এরই মধ্যে শেষ হচ্ছে ধারাবাহিকটি!

এই ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ‘রাগিনী’ হিসেবে প্রথমে দেখা গিয়েছিল শ্রীময়ী চট্টরাজকে। দীর্ঘদিন পরে ছোটপর্দায় তাঁর এই প্রত্যাবর্তন দর্শকদের খুশি করলেও, চরিত্র নির্বাচনের জন্য তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেন, এই চরিত্রে তাঁকে মানায়নি। অভিনেত্রী নিজেও পরবর্তীতে জানান, চরিত্রের বয়স ও ভূমিকার সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না, তাই নিজেই সরে আসেন। পরে এই চরিত্রে মল্লিকা বন্দ্যোপাধ্যায় আসতেই দর্শকদের একাংশ কিছুটা স্বস্তি পান।

তবুও ধারাবাহিকের মূল সমস্যাটা হলো টিআরপি তালিকায় বর্তমান নম্বর। অভিনেতা-অভিনেত্রী বদল, গল্পের নতুনত্ব মোড়— সব চেষ্টা করা সত্ত্বেও ধারাবাহিকটি টিআরপি তালিকায় খুব একটা জায়গা করে নিতে পারছে না। শুরুতে দুই নায়ক-এক নায়িকার সম্পর্ক ঘিরে গড়ে উঠলেও, এক সময় গল্পের কেন্দ্র একপাক্ষিক হয়ে পড়ে। তারপরেও এই বদল দর্শকদের মন জয় করতে পারেনি। শোনা যাচ্ছে, সবদিক বিবেচনা করে এখন এই ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত।

Star jalsha, Upcoming Serial, New Mega Serial, Bullet Sarojini, New show announcement, New Promo, Released today, Sreemoyee Chattoraj, Abhishek Veer Sharma, Arnab Banerjee, Diya Basu, স্টার জলসা, আসন্ন ধারাবাহিক, নতুন মেগা সিরিয়াল, বুলেট সরোজিনী, নতুন ধারাবাহিকের অ্যানাউন্সমেন্ট, নতুন প্রোমো, আজকে প্রকাশ পেয়েছে, শ্রীময়ী চট্টরাজ, অভিষেক বীর শর্মা, অর্ণব বন্দ্যোপাধ্যায়, দিয়া বসু

এদিকে স্টার জলসা নিজেই জানিয়েছে, ৩০ তারিখ থেকে ‘গীতা এল এল বি’ চলে যাচ্ছে এই ধারাবাহিকের জায়গায়। মূলত ‘লক্ষ্মী ঝাঁপি’কে প্রাইম টাইম স্লট ছেড়ে দিতেই, গীতাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ‘বুলেট সরোজিনী’ কোথায় যাবে নাকি শেষ হবে, সেই বিষয়ে কিছুই জানায়নি চ্যানেল। তবে রোশনাই শেষ হওয়াতে রাত এগারোটার স্লট এবং বিকেল পাঁচটার স্লট ফাঁকা আছে। স্টার জলসা কোনও ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ করে না।

তাই অনুমান করা হচ্ছে বুলেট সরোজিনী এই দুটো স্লটের মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সংকটই হলো ধারাবাহিকের আয়ু। আগে যেখানে ধারাবাহিক দু-তিন বছর চলত অনায়াসে, এখন তা তিন মাসের মধ্যেই বন্ধ হওয়ার পথে। যার প্রভাব পড়ছে শিল্পী ও কলাকুশলীদের উপরেও। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে শুধু গল্পের ইতি নয়, বহু মানুষের রুজিরুটির অকাল সমাপ্তি। ধারাবাহিক এখন একটি পরীক্ষার , যার ফলাফল মেলে টিআরপি তালিকায়।

আরও পড়ুনঃ চন্দ্রের নামে এলো কোর্টের চিঠি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিত্যনতুন ফন্দি আঁটছে চন্দ্র! সোহিনীর মুখ বন্ধ করতে গয়না বিক্রির টাকা দিয়েছে সে! এবার চন্দ্রের বিরুদ্ধে একসঙ্গে কোর্টে হাজির স্বতন্ত্র-কমলিনী!

এমন পরিস্থিতিতে ‘বুলেট সরোজিনী’র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন আরও একবার টিভি ইন্ডাস্ট্রির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। যদিও এখনও অফিশিয়ালি কিছু ঘোষণা হয়নি, কিন্তু ভেতরের খবর বলছে, ধারাবাহিক শেষের দিকে এগোচ্ছে। হয়তো সময় পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে একটাই কথা স্পষ্ট—আজকের দিনে ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে প্রতি সপ্তাহের নম্বরের উপর, আর তাতেই হঠাৎ থেমে যাচ্ছে বহু গল্পের পথচলা।