দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে অবস্থিত বিখ্যাত ম্যাকনেল স্টুডিওতে ঘটে গেল ভয়াবহ অ’গ্নিকাণ্ড (Fire Broke Out)। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আচমকাই আগুন লেগে যায় স্টুডিওর একটি ফ্লোরে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর তৎপরতা। এই দুর্ঘটনার জেরে চরম ক্ষতির মুখে পড়েছে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি।
এই একই স্টুডিওতেই বর্তমানে শুটিং চলছিল স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’-র (Bullet Sarojini)। সৌভাগ্যবশত সেই ধারাবাহিকের ফ্লোর আগুনের ছোঁয়া থেকে সম্পূর্ণ নিরাপদে রয়ে গেছে। কারণ, ঘটনার ঠিক আগেই ‘বুলেট সরোজিনী’-র ইউনিট প্যাকআপ করেছিল। কলাকুশলীরা তখন আর ফ্লোরে ছিলেন না। যদিও আগুন লাগার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা টিমের মধ্যে।
যে ফ্লোরে আগুন লেগেছিল, সেটি কিছু মাস আগেই শেষ হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik) -এর শুটিং ফ্লোর। ধারাবাহিক শেষ হওয়ার পর ফ্লোরটি ব্যবহারহীন অবস্থায় পড়ে ছিল। ফলে সেখানে তখন নিয়মিত যাতায়াত ছিল না কারোর। যদিও আগুন লাগার সময় স্টুডিও চত্বরে কয়েকজন ইউনিট সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে আশার খবর এই যে, কারোর শারীরিক ক্ষতি হয়নি।
দুই শালিক ধারাবাহিকের অভিনেত্রী ‘তিতিক্ষা দাস’ এই ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি জানান, সেই ফ্লোরের সঙ্গে তাঁর এক আবেগের সম্পর্ক জড়িয়ে রয়েছে। অনেক স্মৃতি জমা আছে সেখানে, দিনের অধিকাংশ কেটেছে ওই ফ্লোরে। আগুন লাগার খবর শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিতিক্ষার কথায়, “ভাগ্য ভালো যে সেই সময় কেউ ফ্লোরে ছিলেন না। অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”
আরও পড়ুনঃ “চামড়া কুঁচকে গেলেও মনটা ভালো, আমি যৌবন দেখে না কাঞ্চনের মন দেখে প্রেমে পড়েছি!”— কাঞ্চনকে ফের গদগদ প্রশংসা, ট্রোলের মুখে শ্রীময়ী! তিন বিয়ের পরেও ‘ভালো মনের মানুষ’! কাঞ্চনের গুণকীর্তনে ফের বিতর্কে জড়ালেন ‘কচি বউ’ শ্রীময়ী!
বর্তমানে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটকেই দায়ী করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এমন ব্যয়বহুল ফ্লোরের মতো একটি স্থানে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়ার অন্দরে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক ধাক্কাও কম নয়। এমন দুর্ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেই দিকেও কড়া নজর দিতে হবে প্রযোজনা সংস্থাগুলিকে।