হিন্দি সিরিয়ালে কাজ বন্ধ, আবার সুড়সুড় করে বাংলা সিরিয়ালে কামব্যাক অভিনেত্রী সুদীপ্তার! এবার কোন অবতারে তিনি?

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বিখ্যাত হিন্দি সিরিয়াল “নাগিন ৬”- এ সুযোগ পেয়েছিলেন।

তাই তখনই বীণাপাণি, উমা ধারাবাহিকের শুটিং মাঝপথে রেখে সরে গিয়েছিলেন। এবার জানা গেল আবার ফিরতে চলেছেন বাংলা ধারাবাহিকে।

কালার্স বাংলায় সম্প্রচারিত সোনা রোদের গান ধারাবাহিকে নতুন মুখ সুদীপ্তা। একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। যথেষ্ট উচ্ছ্বসিত এই কাজ নিয়ে।

এর আগে একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন নায়িকা। বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এইবার এই চরিত্রে রয়েছে একাধিক শেড, এমনটাই জানা গেছে।

নায়িকা যখন উমা ধারাবাহিকে কাজ করতে করতে হঠাৎ করে ছেড়ে দেন তখন উত্তাল হয়ে উঠেছিল টলিপাড়া। অনেকেই ভেবে ছিল হয়তো কোনো মনকষাকষি হয়েছে চ্যানেলের সঙ্গে। পরে জানা যায় বলিউডের থেকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট এসেছে নায়িকার কাছে। তবে ঈশিতা চরিত্রটিতে সুদীপ্তার অভিনয় বেশ পছন্দ করেছিল দর্শকরা।

You cannot copy content of this page