ফের ছোটপর্দার ফিরতে চলেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত শুভস্মিতা মুখোপাধ্যায়! সঙ্গে টেলিভিশনের জনপ্রিয় নায়ক! কোন চ্যানেলে ফিরছেন তিনি?

ছোটপর্দার অভিনেত্রী ‘শুভস্মিতা মুখোপাধ্যায়’ (Suvosmita Mukherjee) ওয়েব সিরিজে নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যেই সকলের কাছে বেশ জনপ্রিয়। তবে টেলিভিশনের পর্দায় তাঁর যাত্রা শুরু হয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) -এর হাত ধরে। ঐশানী চরিত্রে তাঁর উপস্থিতি খুব অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছিল দর্শকদের।

একই ধারাবাহিকে দুর্গার চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে, এবং সেই দ্বৈত চরিত্রে অভিনয় দিয়ে তিনি দেখিয়েছিলেন অভিনেত্রী হিসেবে পরিপক্বতা। এবার আবার শোনা যাচ্ছে, স্টার জলসার হাত ধরেই নাকি ছোটপর্দায় ফিরছেন শুভস্মিতা! টেলিপাড়ায় জোর গুঞ্জন যে নতুন এক ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই তাঁকে বাছা হয়েছে।

বেঙ্গল টকিজ প্রযোজিত সেই ধারাবাহিকে দেখা যাবে তাঁকে, এমনটাই শোনা যাচ্ছে। এই নতুন ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক হিসাবে দেখা যেতে পারে ‘রেজওয়ান রব্বানি শেখ’ (Rezwan Rabbani Sheikh) কে, শেষবার অভিনয় করেছেন ‘বধূয়া’ ধারাবাহিকে। এবার রেজওয়ানের সঙ্গে শুভস্মিতার জুটি ঠিক কতটা জমে ওঠে, তা নিয়ে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে।

কারণ এই প্রথমবার একসঙ্গে জুটি হিসেবে পর্দায় আসতে চলেছেন তাঁরা। যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। টেলিভিশনের পর্দায় নতুন মুখ ও পুরনো চেনা চরিত্রের ফিরে আসার নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।

আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের মহা-উদ্বোধন! নারীদের যৌ’ন নিগ্রহে নাম জড়ানো অরিন্দম শীলকে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখে কটাক্ষের ঝড় নেট পাড়ায়! 

শুভস্মিতার ফিরে আসা মানেই এক উত্তেজনার, যেটা তাঁর আগের কাজগুলোর মতোই মনে রাখার মতো হতে পারে বলে আশাবাদী তাঁর অনুরাগীরা। এখন দেখার, সত্যিই কি স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে শুভস্মিতাকে? আর যদি দেখা যায়, তাহলে কোন চরিত্রে, কী গল্পে—তা নিয়ে অপেক্ষা থাকল অফিসিয়াল ঘোষণার।