নায়িকার খোলস ছেড়ে এবার খলনায়িকা স্বীকৃতি! স্টার জলসার ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তে এক অন্য চরিত্রে ধরা দেবেন নায়িকা

বাঙালির আবেগে জড়িয়ে থাকা সন্ধ্যা ৭টা থেকে ৯টার ছোটপর্দা। সেখানেই একসময় প্রতিদিন দেখা যেত এক মিষ্টি মুখ— ‘পূর্ণা’। ‘খেলাঘর’ কিংবা ‘মেয়েবেলা’— এই ধারাবাহিকগুলোর মাধ্যমে দর্শকের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সৃকৃতি মজুমদার। তবে দীর্ঘ দেড় বছর তাঁকে দেখা যায়নি ছোটপর্দায়। কোথাও যেন এক শূন্যতা তৈরি হয়েছিল ‘পূর্ণা’প্রেমীদের মধ্যে। তবে এবার সেই অভাব মেটাতে চলেছে স্টার জলসা।

দর্শক বরাবরই তাঁদের পছন্দের চরিত্রদের নতুন মোড়কে ফিরে পেতে ভালবাসেন। আর তাই হয়তো প্রত্যাবর্তনের ক্ষেত্রে জনপ্রিয় মুখদের প্রতি চ্যানেলগুলোর আলাদা ভরসা থাকে। বর্তমান সময়ে যেখানে ইতিহাসভিত্তিক ধারাবাহিক নিয়ে নিত্যনতুন চমক দিচ্ছে জনপ্রিয় বাংলা চ্যানেলগুলি, সেখানে পুরনো প্রিয় মুখের প্রত্যাবর্তন যেন একাধিক আশার আলো জাগায় দর্শকমনে।

স্বীকৃতি মজুমদার, Swikriti Majumder, টলিউড, tollywood, entertainment

ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আসছে নতুন ধারাবাহিক— ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। এই ঐতিহাসিক চরিত্র ঘিরে ইতিমধ্যেই চড়ছে প্রত্যাশার পারদ। সূত্র বলছে, স্টার জলসার প্রজেক্টের দায়িত্বে রয়েছে ‘বাংলা টকিজ’, এবং রাণী ভবানীর মুখ্য চরিত্রে প্রস্তাব গিয়েছে রাজনন্দিনী পালের কাছে।

এই সিরিয়ালে আরও একটি চমকপ্রদ চরিত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। স্টার জলসার ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’ সিরিয়ালে এবার খলনায়িকার ভূমিকায় দেখা যাবে সৃকৃতি মজুমদারকে। অর্থাৎ ‘পূর্ণা’ এবার ফিরছেন একেবারে অন্য রূপে। ইতিমধ্যেই চরিত্রের গঠন ও লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। দর্শকদের সামনে তাঁর এই পরিবর্তিত রূপ যে আলাদা আলোড়ন তুলবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ “শুভশ্রী খুব সাহসী অভিনেত্রী! দুই সন্তানকে নিয়ে যেভাবে ও শুটিং করেছে তা প্রশংসার যোগ্য!” ‘গৃহপ্রবেশ’-এর ট্রেলার লঞ্চে অভিনেত্রীকে প্রশংসায় ভরালেন জিতু! 

সূত্রের খবর অনুযায়ী, প্রায় দেড় বছর পর স্টার জলসার নতুন মেগা ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে সৃকৃতি মজুমদারকে। ছোটপর্দায় ফেরার জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। আগের ধারাবাহিক ‘খেলাঘর’ এবং ‘মেয়েবেলা’তে তাঁকে নায়িকার ভূমিকায় দেখা গেলেও এবার তিনি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। জলসার দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চমক।

You cannot copy content of this page