‘ম্যায় হুঁ না’র স্কুলেই এবার বাংলা ধারাবাহিক! স্টার জলসায় আসছে টেন্ট প্রোডাকশনের নতুন চমক!

বাঙালি দর্শকের বিনোদনের মূল কেন্দ্র হয়ে উঠেছে স্টার জলসা। পুরনো ধারাবাহিক শেষ হতে না হতেই, নতুন গল্প, নতুন মুখ আর নতুন লোকেশন নিয়ে ফিরছে এই জনপ্রিয় চ্যানেল। এ যেন দর্শকদের জন্য এক অনন্য উপহার। এবার স্টার জলসা এমন এক নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে, যার শুটিং শুরু হবে বাংলার গণ্ডি পেরিয়ে পাহাড় ঘেরা অপরূপ লোকেশনে। টেলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা—আসতে চলেছে এক ভিন্ন ধাঁচের গল্প, ভিন্ন আবহে।

সূত্রের খবর, এই নতুন ধারাবাহিকটির শুটিং শুরু হবে ২৮ জুন থেকে। আর সেই শুটিং হবে কোনও সাধারণ জায়গায় নয়, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী সেন্ট পলস স্কুলে, যেটি আগেও আলোচনায় এসেছিল শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ ছবির কলেজ রূপে ব্যবহৃত হয়ে। এটিই হতে চলেছে প্রথম বাংলা ধারাবাহিক, যার শুটিং হবে এই আইকনিক স্কুলে। শুধুই দার্জিলিং নয়, সিকিমের একাধিক মনোরম লোকেশনেও এই ধারাবাহিকের দৃশ্যধারণ চলবে বলে খবর।

এই ধারাবাহিকটি প্রযোজনা করছে টেন্ট প্রোডাকশন হাউস, যারা এর আগেও বহু সফল প্রজেক্ট উপহার দিয়েছে দর্শকদের। ধারাবাহিকের লুক সেট, চিত্রনাট্য, ক্যামেরা প্ল্যান সহ যাবতীয় কাজ ইতিমধ্যেই শেষ। নায়ক-নায়িকার চূড়ান্ত নির্বাচন হয়ে গিয়েছে বলে জানাচ্ছে চ্যানেল ঘনিষ্ঠ মহল। একদিকে পাহাড়ি ব্যাকগ্রাউন্ড, অন্যদিকে নতুন মুখ, এই সিরিয়াল দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হবে, এখন সেটাই দেখার।

এই সিরিয়ালের অন্যতম আকর্ষণ হতে চলেছে নায়িকার চরিত্রে এক নতুন মুখের আবির্ভাব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন—কে হতে চলেছে এই ‘নতুন নায়িকা’? প্রোডাকশন হাউস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন সম্ভাব্য মুখের অডিশন নেওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়েছে, তবে নাম এখনই প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। দর্শকদের আগ্রহকে জিইয়ে রাখতেই এই গোপনীয়তা।

আরও পড়ুনঃ “খুব তাড়াতাড়ি ফিরছি পর্দায়!”— প্রায় ৪ মাস পর, ফেরার ইঙ্গিত দিলেন পল্লবী! তবে কোন চরিত্রে করবেন কামব্যাক? কোন চ্যানেলে প্রাইম টাইমে আসছেন টেলিকুইন?

শুটিং শেষ হওয়ার পর, এই নতুন ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে ধারণা করা হচ্ছে, জুলাই মাসের শেষ কিংবা আগস্টের প্রথম সপ্তাহেই স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক দেখা যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা, পাহাড়ি প্রেক্ষাপটে তৈরি এই নতুন গল্প কতটা হৃদয় ছুঁয়ে যেতে পারে দর্শকদের। শুটিং শুরু হতেই আরও বিস্তারিত তথ্য সামনে আসবে। স্টার জলসার ভক্তরা আপাতত অপেক্ষায় থাকুন নতুন রূপে নতুন গল্পের।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page