বাংলা টেলিভিশনের দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন গল্পের শুরু হয়। আবার কোনও গল্প শেষ হয়ে যায় দর্শকের আবেগের ভিড়ে। একেকটা ধারাবাহিক শেষ হয়ে গেলে শুধুই দর্শক নয়, কলাকুশলীরাও ভিজে ওঠেন আবেগে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’-র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দীর্ঘ পথচলার শেষে থেমে গেল এই গল্পের ক্যামেরা।
শেষ দিনের শুটিং ঘিরে সাজানো হয়েছিল এক আবেগঘন মুহূর্ত। ধারাবাহিকের কলাকুশলীরা একে অপরের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়। শুটিং ফ্লোরের ছবি পোস্ট করে তাঁরা জানালেন, এই যাত্রা তাঁদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের কাছেও ‘তেঁতুলপাতা’ হয়ে উঠেছিল এক প্রিয় সন্ধেবেলার সঙ্গী।
ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রবি সাউ সোশাল মিডিয়ায় লিখেছেন, “আবার ফিরে আসব তেঁতুলপাতা।” একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যানেল ও টিমের প্রতি। অন্যদিকে, ঝিল্লি চরিত্রে অভিনয় করা ঋতব্রতা দে লিখেছেন, “ঝিল্লি চৌধুরী আমার জীবনের খুব কাছের একটা চরিত্র। শুরু থেকেই আমরা প্রতিজ্ঞা করেছিলাম, এই পথচলা সুন্দর হবে। ওঠা-নামার ভিড়েও এই জার্নি অসাধারণ।”
আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অনিন্দিতা রায়চৌধুরী নিজের আবেগ ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তিনি লিখেছেন, “আমাদের গল্পের মানুষগুলোকে আমি আমার স্মৃতির সবচেয়ে মসৃণ পাতায় তুলে রাখলাম। শিমুলপুরা, আমাদের বাড়ি, দালান, তুলসীমঞ্চ, রান্নাঘর, কুয়ো তলা—সব জায়গা আমাদের হাসিকান্নার সাক্ষী।” তাঁর কথায় স্পষ্ট, ধারাবাহিকের প্রতিটি দৃশ্যই কলাকুশলীদের মনে গভীর ছাপ রেখে গেছে।
আরও পড়ুনঃ “খ্যাতি নয়, সফল চরিত্র নির্মাণেই আসল আনন্দ! অনেকেই খ্যাতির পেছনে ছুটছে, চরিত্রের সার্থকতা নিয়ে তারা সচেতন নয়।” “আমার পঁয়তাল্লিশ বছরের অভিনয়ে যতটুকু জানি, সেটা ছাত্রাবস্থার মতোই সীমিত…এখনও ক্লাস টুয়েলভের ছাত্রের মতো।”— নতুন প্রজন্ম নিয়ে অকপট চন্দন সেন!
ধারাবাহিক শেষ হলেও ‘তেঁতুলপাতা’ পরিবারের স্মৃতি এবং দর্শকের ভালোবাসা থেকে যাবে চিরকাল। যৌথ পরিবারের আদর্শ নিয়ে তৈরি এই গল্প অনেক দর্শকের মনে দাগ কেটেছে। অভিনেতাদের মতে, তাঁরা হয়তো আর থাকছেন না, কিন্তু ‘তেঁতুলপাতা’ নামের এই পরিবার দর্শকের মনে চিরকাল বেঁচে থাকবে।
https://www.instagram.com/reel/DNnCloVy3cK/?utm_source=ig_web_copy_link