ইধিকা পাল (Idhika Paul) থুরি কিশোরী, আজকের দিনের বাংলার দর্শকেরা অভিনেত্রীকে এই নামে ডাকতেই পছন্দ করেন। ‘পিলু’ কিংবা ‘রিমলি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জীবন যাত্রা শুরু হলেও বর্তমানে ছক্কা হাকাচ্ছে বড় পর্দায়। তবে, এখনও ছোটো পর্দার অনেক দর্শকেরাই তাঁকে মিস করেন।
বিনোদন জগতের প্রাথমিক জীবনে বেশ কয়েকটি সিরিয়ালে নায়িকা এবং পার্শ্বচরিত্রে অভিনয় করার পরে সোজা সুযোগ পায় বড় পর্দায় কাজ করার। তাও, আবার প্রতিবেশী দেশে। সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার হাত ধরে রুপোলী পর্দায় পা রাখেন ইধিকা।
কিছুদিন আগে আবার টলিউডের খাদান সিনেমায় দেবের নায়িকার ভূমিকায় বেশ সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। এই সিনেমাও বক্স অফিসে বেশ সাফল্যের মুখ দেখেছে। প্রসঙ্গতা বলা যায়, দেবের আসন্ন সিনেমা রঘু ডাকাত’-এও দেখা যাবে রিমলি অর্থাৎ ইধিকাকে।
আরও পড়ুনঃ শ্রীময়ীকে জীবনে পাওয়া বড় পাওনা, কাঞ্চন আমাদের বটবৃক্ষের মতো আগলে রেখেছে! প্রেমের মাসে একে অপরে কাঞ্চন-শ্রীময়ী!
পিলু ধারাবাহিকের পর সেই অর্থে অভিনেত্রী কেয়ার ছোটপর্দায় দেখা যায়নি। তবে সকল দর্শকদের কথা মাথায় রেখে বহুদিন পর আচমকাই অভিনেত্রী ধরা দিল ছোট পর্দায়। তবে, কোনো সিরিয়ালে নয় বরং দেখা গেছে অতিথি রূপে। গতকাল জি বাংলার ‘রান্নাঘর’ নামের রান্নার অনুষ্ঠানে অতিথি রাঁধুনি হিসাবে এসেছিলেন অভিনেত্রী। অনেক সিরিয়াল প্রেমিরাই তাঁদের রিমলি’কে ছোট পর্দায় দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছেন।