এত ছেলে মেয়ে, ইচ্ছে করেই রাসমণির চরিত্র আমি করিনি! “রক্ষে করো রঘুবীর কথাটাই আমি বলতে চাই না” মানালির মন্তব্যে চটল নেট পাড়া!

আজ থেকে প্রায় বছর ষোলোর আগের ছটপটে, দামাল, সাদাসিধে ও মিষ্টিভাষী ‘বউ কথা কও’-এর মৌরী এখন টলিউডের বড়ো অভিনেত্রী। নাম তার মানালি দে (Manali Dey)। এই অভিনেত্রী ছোট পর্দার মাধ্যমে কাজ শুরু করলেও বড় পর্দাতেও বেশ জনপ্রিয় মানালি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কে কখন কিভাবে ভাইরাল হয়ে ওঠে তার কোনো নিশ্চয়তা নেই। সম্প্রতি, এই অভিনেত্রীর এক বক্তব্য বেশ ভাইরাল হয়ে উঠেছে নেট পাড়ায়। প্রসঙ্গত অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে জি বাংলার ‘দুগ্গামনি ও বাঘমামা’ ধারাবাহিকে।

মানালির এই সময়ের ধারাবাহিকের সূত্র ধরেই প্রতিযোগী হয়ে গিয়েছিলেন দিদি নং.1-এ। আর সেখানেই রচনার প্রশ্নে করে বসলেন অবাক করা মন্তব্য। কী এমন প্রশ্ন ছিল যার জন্য অভিনেত্রীর উত্তরে উত্তাল নেট দুনিয়া?

দিদি নং.1-এর সঞ্চালিকা অর্থাৎ রচনা ব্যানার্জি তাকে জিজ্ঞাসা করেন, অভিনয় জীবনে কোন এমন চরিত্র আছে যা তিনি কখনোই করতে চান না? এই প্রশ্নের উত্তরে মানালি বলেন, “রক্ষে করো রঘুবীর কথাটাই আমি বলতে চাই না”। এই উত্তর অনেক নেটিজেনরা একেবারে মেনে নিতে পারছেন না।

আরও পড়ুনঃ সবচেয়ে আলোচিত খলনায়িকা হয়েও, ‘মিশকা’র নামই নেই অ্যাওয়ার্ডসের নমিনেশনে! স্টার জলসার বিচার সত্যিই নিরপেক্ষ? প্রশ্ন তুলছেন দর্শকেরা

অভিনেত্রী বিস্তারিতভাবে বলেছেন, “এত ছেলেমেয়ে, ছেলের বউ নিয়ে আমি অভিনয় করতে পারতাম না। তাই রানী রাসমণি চরিত্রটি আমি করতে চাই না কোনদিনই”। এই শুনে অনেক নেটিজেনরা মনে করছেন অভিনেত্রী ‘রাণী রাসমণি’ চরিত্রটিকে অপমান করছেন। কিন্তু, এই কথাটি পুরোটাই মজার ছলে বলেছেন তিনি।

You cannot copy content of this page