সবচেয়ে আলোচিত খলনায়িকা হয়েও, ‘মিশকা’র নামই নেই অ্যাওয়ার্ডসের নমিনেশনে! স্টার জলসার বিচার সত্যিই নিরপেক্ষ? প্রশ্ন তুলছেন দর্শকেরা

এটা নতুন কিছু নয় যে টেলিভিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রেই টিআরপি আর জনপ্রিয়তার ভিত্তিতে নয়, চ্যানেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন ও পুরস্কার নির্ধারিত হয় বলে অভিযোগ রয়েছে। এবারের “স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস” (Star Jalsa Parivar Awards) সেই একই বিতর্ককে উসকে দিল। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa) -তে খলনায়িকা ‘মিশকা’ অহনা দত্ত (Ahona Dutta) চরিত্রটি শুরু থেকেই দর্শকদের রাগ, ঘৃণা ও বিরক্তির কেন্দ্রবিন্দুতে ছিল।

তার ধূর্ত পরিকল্পনা, নিষ্ঠুর চাল এবং শয়তানি হাসি বহু দর্শকের মনে দাগ কেটেছে। তাই স্বাভাবিকভাবেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে তার নাম অন্তর্ভুক্ত হবে বলে আশা করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ঘটনা—এবারের অ্যাওয়ার্ডে মিশকার নাম পর্যন্ত মনোনীত হয়নি! এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন অনেক দর্শক, বিশেষ করে যাঁরা মনে করেন, মিশকা চরিত্রটির প্রভাব ছিল বিশাল। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই।

Ahona Dutta

যেমন একজন মন্তব্য করেছেন— “অন্য খলচরিত্রগুলো যতই জনপ্রিয় হোক, মিশকার মতো আলোচিত খলনায়িকা এই বছর ছিল না! তবুও নাম নেই? এটা সত্যিই অবাক করা!” অন্য একজন লিখেছেন—”মিশকাত মত খল চরিত্রে জনপ্রিয়তা আর কেউ পায়নি এই বছরে, বড়জোর চিত্রাকে মানা যায়”, এর থেকে এটি স্পষ্ট যে, দর্শকদের বড় অংশ মিশকার চরিত্রকে সেরা খল চরিত্র হিসেবে দেখেছিলেন। অন্য একজন লিখেছেন, “এতো জঘন্য অ্যাওয়ার্ড শো এর জন্য এতদিন এত ঝগড়া করেছিস!” অনেকে আবার মনে করছেন, বিচারকদের সিদ্ধান্ত যথাযথ ছিল।

আরও পড়ুনঃ বলিউডি সিনেমায় পুলিশের ভূমিকায় সৌরভ গাঙ্গুলী! অবশেষে প্রকাশ্যে এলো মহারাজের অভিনয়!

তবে বেশিরভাগ দর্শকই হতাশ, এবং অনেকেই এটাকে স্টার জলসার পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে মনে করছেন। একজন দর্শক লিখেছেন— “এই বছরের সবচেয়ে আলোচিত খলনায়িকা মনোনয়ন পেল না, অথচ যারা ঠিকমতো খল চরিত্রও করতে পারেনি তারা পেল! দুঃখজনক!” মিশকা এমন একটি খল চরিত্র, যাকে দেখলে দর্শকদের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়—এটাই প্রমাণ করে তার অভিনয় কতটা বাস্তবসম্মত। তা সত্ত্বেও, পুরস্কারের তালিকায় তার অনুপস্থিতি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে।

স্টার জলসার পক্ষপাত নিয়েও অনেকে বলেছেন, “প্রোডাকশন হাউজ যার হয়ে বেশী টাকা দিয়েছে সেই পেয়েছে পুরস্কার, এই পুরষ্কারের কোনও মূল্য নেই!” এই ঘটনাটি প্রমাণ করে, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এবং বাস্তব পুরস্কারের স্বীকৃতি সবসময় একরকম হয় না। মিশকার নাম মনোনয়নে না থাকা নিয়ে বিতর্ক চলতে থাকলেও, তার চরিত্র যে দর্শকদের মনে গেঁথে গেছে, সেটাই বড় প্রাপ্তি!